ওভাল: আজ থেকে শুরু হল টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ভারত ও অস্ট্রেলিয়া ফাইনালে খেতাবি লড়াইয়ে মাঠে নেমেছে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিন মাঠে খেলতে নামলেন ২ দলের ক্রিকেটাররাই হাতে কাল আর্মব্যান্ড পরে। কিছুদিন আগেই ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। সেই ট্রেন দুর্ঘটনায় প্রায় হারিয়েছেন ২৮৮ জন। সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আহত হাজারের বেশি। বিসিসিআইয়ের তরফে এক বিবৃতি দিয়ে এই ট্রেন দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় সঙ্গীতের আগে ১ মিনিট নীরবতা পালন করা হয়। শুধু ভারতীয় ক্রিকেটাররাই নয়, অজি ক্রিকেটাররাও কালো আর্মব্য়ান্ড পরে মাঠে নামেন। 


ম্যাচের অনেক আগে থেকেই জল্পনা চলছিল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বোলিং কম্বিনেশন কী হবে তা নিয়ে। এক স্পিনার খেলানো হলে আর অশ্বিন (R Ashwin), রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেলের মধ্যে কাকে সুযোগ দেবেন রাহুল দ্রাবিড়, রোহিত শর্মারা, তা নিয়েও চর্চা চলছিল।


সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো অনেকে চেয়েছিলেন, অশ্বিনকেই খেলানো হোক ম্যাচে। শেষ পর্যন্ত অশ্বিনকে বাদ দিয়ে নামল ভারত। এক স্পিনার হিসাবে খেলছেন রবীন্দ্র জাডেজা।


টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত। টসের পর তিনি বলেন, 'আমরা বোলিং করব শুরুতে। আবহাওয়ার জন্য এই সিদ্ধান্ত। মেঘলা আকাশ। আমার মনে হয় না পিচ খুব একটা আচরণগতভাবে পাল্টাবে বলে। ভাল ক্রিকেট খেলে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিতে হবে। আমরা চাপ পেসার ও এক স্পিনারে খেলছি।'


এরপরই রোহিত বলেন, 'একমাত্র স্পিনার হিসাবে রবীন্দ্র জাডেজাকে খেলাচ্ছি আমরা। অশ্বিনকে বাদ দেওয়া সব সময়ই কঠিন। এত বছর ধরে আমাদের ম্যাচ জেতাচ্ছে। কিন্তু মাঝে মধ্যে দলের কথা ভেবে কিছু সিদ্ধান্ত নিতে হয়। আর সেই কারণেই ওকে বাদ দেওয়ার সিদ্ধান্ত।'


এদিকে ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে ভাল পারফর্ম করে জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন অজিঙ্ক রাহানে। বুধবার থেকে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম ভরসা মুম্বইয়ের তারকা। এদিনই যিনি ৩৫ পূর্ণ করলেন। রোহিত বলেছেন, 'রাহানে ভীষণ অভিজ্ঞ। ৮০টির মতো টেস্ট ম্যাচ খেলেছে। কিছুদিন দলের বাইরে ছিল। তবে তাতে ওর অভিজ্ঞতার ভাণ্ডার কমেনি।'