সিডনি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে সিডনিতেই প্রথমবার দুই স্পিনার নিয়ে নেমেছে ভারত। যে কৌশলের কারণ ফাঁস করলেন বিরাট কোহলিদের বোলিং কোচ ভরত অরুণ। রবিবার চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠকে এসে অরুণ জানিয়ছেন, চলতি সফরে সিডনিতে দুটি ম্যাচ খেলার অভিজ্ঞতা থেকেই দুই স্পিনারের স্ট্র্যাটেজি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা।
সিডনিতে ভারতের দুই স্পিনার রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদব। বোলিং কোচ অরুণ বলেছেন, ‘সিডনিতে একটি প্র্যাক্টিস ম্যাচ ও একটি টি-টোয়েন্টি খেলেছিলাম। এখানকার পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল। জানতাম যদি দুই স্পিনার খেলাতেই হয়, তাহলে সেটার সেরা জায়গা সিডনিই।’
পাঁচ উইকেট নেওয়া কুলদীপ যাদবের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন অরুণ। বলেছেন, ‘কুলদীপ ভীষণ প্রতিভাবান বোলার আর সেটা প্রমাণও করেছে। ওয়ান ডে-তে দারুণ সফল আর সম্ভবত এই মুহূর্তে ওয়ান ডে ক্রিকেটের সেরা বোলার। এখন বিশ্বে চায়নাম্যান স্পিনার খুব কমই আছে। তার সঙ্গে এখন ও গুগলিটাও খুব ভাল করছে। ইংল্যান্ডে ওর খুব একটা ভাল কাটেনি। তবে এই ম্যাচটা ওকে প্রচুর আত্মবিশ্বাস দেবে।’
সিরিজে অস্ট্রেলিয় বোলিং আক্রমণকে তাঁর ছাত্ররা টেক্কা দিয়েছেন বলেও জানিয়েছেন অরুণ। বলেছেন, ‘ওদের (অস্ট্রেলিয়ার) পেস বোলিং বিভাগ খুব ভাল এবং সম্ভবত বিশ্বের অন্যতম সেরা। তবে আমরা কী করতে পারি, তা নিয়ে লক্ষ্যে অনেক বেশি অবিচল ছিলাম। অস্ট্রেলিয়ায় আগে এসেছি এবং জানতাম এখানে উইকেট কীরকম আচরণ করবে। দক্ষিণ আফ্রিকায় আমরা অনেকটা একইরকম উইকেটে খেলেছিলাম। সেই অভিজ্ঞতা কাজে লেগেছে।’
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
সিডনিতে প্র্যাক্টিস ম্যাচ ও টি-টোয়েন্টির অভিজ্ঞতা থেকেই দুই স্পিনার খেলানোর সিদ্ধান্ত, জানালেন ভারতের বোলিং কোচ
Web Desk, ABP Ananda
Updated at:
06 Jan 2019 05:27 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -