সিডনি: সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে বল হাতে একেবারেই সুবিধা করতে পারলেন না ভারতীয় বোলাররা। তাঁদের বিরুদ্ধে দাপটের সঙ্গে খেললেন অজি ব্যাটসম্যানরা। ভারতের সামনে জয়ের জন্য ৩৭৫ রানের লক্ষ্য রাখল ভারত। টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে করে ৬ উইকেটে ৩৭৪ রান।  অ্যারণ ফিঞ্চ ও স্টিভ স্মিথের ব্যাট থেকে এল শতরান। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি মার খেলেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল ও পেসার নভদীপ সাইনি।

চাহল ১০ ওভারে ৮৯ রান দিয়ে এক উইকেট নিয়েছেন। আর এভাবে আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ভারতীয় স্পিনার হিসেবে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডের খাতায় তাঁর নাম উঠে গেল।এক্ষেত্রে নিজের রেকর্ডই ভাঙলেন চাহল। গত বছর বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ ওভারে ৮৮ রান দিয়েছিলেন তিনি। এই তালিকায় চাহলের পরই রয়েছে পিযুষ চাওলার নাম। তিনি ২০০৮-এ পাকিস্তানের বিরুদ্ধে ১০ ওভারে ৮৫ রান দিয়েছিলেন। গত বছরও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে ১০ ওভারে ৮০ রান দিয়েছিলেন চাহল।

অস্ট্রেলিয়ার হয়ে প্রথম উইকেটে ফিঞ্চ ও ওয়ার্নার ১৫৬ রান করেন। ওয়ার্নার ৬৯ রানে আউট হয়ে যান। ব্যাট হাতে স্টিভ স্মিথও ভারতীয় বোলারদের রেয়াত করেননি। মাত্র ৬২ বলে শতরান করেন তিনি। ফিঞ্চ ১১৪ রান করেন। ম্যাক্সওয়েল ১৯ বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ভারতের হয়ে শামি তিনটি উইকেট নেন।
একটি করে উইকেট পেয়েছেন বুমরাহ, চাহল ও সাইনি। জাডেজা ১০ ওভারে ৬৩ রান দিয়ে কোনও উইকেট পাননি। উইকেট পেলেও মার খেয়েছেন বুমরাহ, চাহল ও সাইনিরা। বুমরাহ ১০ ওভারে দিয়েছেন ৭৩ রান, চাহল ৮৯ রান ও সাইনি ৮৩ রান।