রাজকোটের এই ম্যাচে দুই দলেরই প্রথম একাদশে কোনও পরিবর্তন নেই।
ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, রাজকোটের পিচে কিছু ক্র্যাক থাকলেও তা সব সময়ই ব্যাটিংয়ের পক্ষে ভালো। পরের দিকে শিশির পড়বে বলে মনে হচ্ছে। ফলে ব্যাটসম্যানদের কাজটা সহজ হবে।
অন্যদিকে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, উইকেট ভালোই মনে হচ্ছে। ভালো রান তুলতে হবে। টসে জিতলে আমরাও প্রথমে বোলিংই করতাম।
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধবন, কেএল রাহুল, শ্রেয়স আয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শিবম দুবে, ক্রুণাল পান্ড্য, ওয়াশিংটন সুন্দর, যজুবেন্দ্র চাহল, দীপক চাহর, খলিল আহমেদ
বাংলাদেশ: লিটন দাস, সৌম্য সরকার, মহম্মদ নাইম, মুশফিকর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম