কলম্বো : দুরন্ত শতরান শুভমান গিলের (Subhman Gill)। বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকালেন ভারতীয় ব্যাটার। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চম শতরান হাঁকালেন শুভমান। বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপের (Asia Cup) নিয়মরক্ষার ম্যাচে একের পর এক ভারতীয় ব্যাটাররা ব্যর্থ হলেও একপ্রান্ত আগলে রেখে লড়তে থাকেন শুভমান। ১৩৩ বলে ৮ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২১ রানের দুরন্ত ইনিংস খেলেন শুভমান। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে যা ভারতীয় ব্যাটারের তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান। যদিও শুভমনের দুরন্ত ইনিংস শেষপর্যন্ত ব্যর্থ হয়েছে। ৬ রানে ম্যাচ হারে ভারত।


শুরুতেই রোহিত শর্মা (০) ও ভারতের হয়ে একদিনের আন্তর্জাতিকে অভিষেক করতে নামা তিলক বার্মাকে (৫) সাজঘরে ফিরিয়ে জোড়া ধাক্কা দেন তানজিম হাসান শাকিব (২/৩২)।  কেএল রাহুল (১৯), ইশান কিষাণ (৫) বা সূর্যকুমার যাদব (২৬), রবীন্দ্র জাদেজা (৭) কোনও ভারতীয় ব্যাটারই সেভাবে রানের খাতা ভরাতে পারেননি। বাংলাদেশের বোলারদের মাপা বোলিংয়ের বিরুদ্ধে কার্যত একা লড়াই করতে থাকেন শুভমন।


১৩৩ বলে ৮ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২১ রানের দুরন্ত ইনিংস খেলেন শুভমান। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে যা ভারতীয় ব্যাটারের তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান। শেষপর্বে ৩৪ বলে ৩ টি চার ও ২ টি দুরন্ত ছক্কার সুবাদে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন অক্ষর প্যাটেল। যদিও শেষ ওভারের আগের ওভারে মুস্তাফিজুর রহমান তাঁকে ফেরানোর পর কার্যত ভারতের আশা শেষ হয়ে যায়। ইনিংসের শেষ ওভারে তানজিম শাকিবের দুরন্ত বোলিংয়ের সুবাদে ২৫৯ রানে আটকে যায় ভারতের ইনিংস। শেষ পর্যন্ত ৬ রানে ম্যাচ হেরে যায় ভারত।


প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দেওয়া প্রাথমিক ধাক্কা সামলে শেষমেশ লড়াকু স্কোর খাড়া করল বাংলাদেশ। (IND Vs BAN) নির্ধারিত ৫০ ওভারের শেষে ৮ উইকেটে ২৬৫ রান করেছে তারা. নিয়মরক্ষার ম্যাচে ভারতের বিরুদ্ধে দলের কঠিন পরিস্থিতিতে জ্বলে ওঠেন শাকিব আল হাসান (Shakib al Hasan)। একদিনের আন্তর্জাতিক কেরিয়ারে এটি শাকিবের ৬৪ তম অর্ধশতরান। আর ভারতের বিরুদ্ধে ওডিআই মঞ্চে নবম হাফ সেঞ্চুরি শাকিবের। ম্যাচের সেরাও হন বাংলাদেশের অধিনায়ক শাকিব।