কলকাতা: 'জওয়ান'-এ দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)-এর চরিত্র বেশ অবাক করেছিল সবাইকেই। শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর মায়ের চরিত্রে দেখা গিয়েছিল দীপিকাকে। কিন্তু তাঁকে যে মানাবে এই চরিত্রের জন্য, একথা প্রথম নাকি 'বেশরম রং' (Besharam Rang) ছবিটি দেখে প্রথম ভেবেছিলেন শাহরুখ!
আজ 'জওয়ান' (Jawan)-এর সাংবাদিক সম্মেলনে এই কথা প্রকাশ্যে আনেন দীপিকা, শাহরুখ ও ছবির পরিচালক অ্যাটলি। 'পাঠান' (Pathaan) ছবিতে শাহরুখ-দীপিকার সমীকরণে মজেছিলেন দর্শক। আজ সাংবাদিক সম্মেলনে অ্যাটলি বলেন, 'শাহরুখ ও দীপিককে একসঙ্গে ফ্রেমে আনতে পারলে, এমনই যেন প্রেমের দৃশ্য তৈরি হয়। আলাদা করে কিছু লিখতেই হয় না।'
এরপরে শাহরুখ বলেন, 'দীপিকা বন্ধুত্বের খাতিরে একটা ছোট চরিত্র ভেবে অভিনয় করতে এসেছিল, কিন্তু আমি আর অ্যাটলি ওকে দিয়ে একটা গোটা ছবিই শ্যুট করিয়ে নিয়েছি। আমি প্রথম 'বেশরম রং' গানটি দেখার পরে দীপিকাকে বলেছিলাম, 'মায়ের চরিত্রে অভিনয় করবে?' ও রাজি হয়ে যায়।'
এরপরে হেসে দীপিকা বলেন, 'আমি এভাবে বিষয়টা ভাবিইনি। আমি শাহরুখকে কখনও না বলতে পারি না। গল্পটা বলার জন্য যদি আমায় মায়ের চরিত্রে অভিনয়ও করতে হয়, ২ বারও ভাবব না আমি। ছবির শ্যুটিংয়ের সময়ও আমি বুঝতে পারিনি, ছবির একটা গুরুত্বপূর্ণ চরিত্র আমি। ছবি তৈরির পরে আমিই অবাক হয়ে গিয়েছিলাম, ছবির এত গুরুত্বপূর্ণ চরিত্র ছিল আমার!'
শাহরুখের সঙ্গে প্রত্যেকটা ছবিতেই সাফল্য পেয়েছেন দীপিকা। তাহলে কী তাঁরা একে অপরের সৌভাগ্যের প্রতীক? দীপিকা বলছেন, 'শাহরুখ আর আমার মধ্যে যে বন্ধুত্ব, যে সম্মান রয়েছে.. সেটাই হয়তো এই সাফল্যের কারণ। যদি একটা ঘরের একটা কোণে শাহরুখ, অন্য কোণে আমি থাকি.. আর আমার সঙ্গে যদি কিছু সমস্যা হয়.. শাহরুখই প্রথম যে আমায় এসে প্রশ্ন করবে, আমার পাশে দাঁড়াবে।'
শুক্রবার সকালে ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়বালানের দেওয়া হিসেব অনুযায়ী, অষ্টম দিনে কেবল ভারত থেকেই ৮ লক্ষ ৫২ হাজার ৬৩১টি টিকিট বিক্রি হয়েছে 'জওয়ান'-এর। তবে এর বাইরেও একাধিক প্রেক্ষাগৃহ আছে যার হিসেব করা যায়নি সম্পূর্ণ। অর্থাৎ এই সংখ্যা বাড়তে পারে, কমবে না। হিন্দি সংস্করণ আয় করেছে ১৪.১৮ কোটি, তামিলে পেয়েছে ১.৪৩ কোটি, তেলুগু সংস্করণে আয়ের পরিমাণ ৯৬ লক্ষ টাকা। অর্থাৎ মোট আয়, দেশে, অষ্টম দিনে ১৬.৫৭ কোটি টাকা।
মুক্তির প্রথম সপ্তাহেই দেশ থেকে ৩৬৯.২২ কোটি টাকার আয় করেছে 'জওয়ান'। তার মধ্যে ৩২৭.৮৮ কোটি টাকা এসেছে হিন্দি সংস্করণ থেকে। বাকি ৪১.৫৫ কোটি টাকা আয় হয়েছে তামিল ও তেলুগু থেকে। অন্যদিকে বিশ্বজুড়েও দুর্দান্ত ব্যবসা করছে এই ছবিতে। প্রথম ৮ দিনেই ৭০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে 'জওয়ান'।