ইন্দৌর: কেন তাঁকে বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার হিসেবে গণ্য করা হয়, তা বৃহস্পতিবার ফের একবার বুঝিয়ে দিলেন মহম্মদ শামি। ইন্দৌরে চলতি ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের প্রথম দিনে এক দুরন্ত বলে টিম ইন্ডিয়ার এই পেস বোলার ফেরালেন বিপক্ষ ব্যাটসম্যান মহম্মদ মিঠুনকে।
বাংলাদেশের দুই ওপেনার ইমরুল কয়েস ও শাদমান ইসলামকে যথাক্রমে উমেশ যাদব ও ইশান্ত শর্মা ফিরিয়ে দেওয়ার পর পেস আক্রমণের দায়িত্ব ছিল শামির ওপর। হতাশ করেননি তিনি। ১৮ তম ওভারে মহম্মদ মিঠুনকে এক দুরন্ত ডেলিভারিতে এলবিডব্লু-র ফাঁদে ফেলে প্যাভিলিয়নে ফেরত পাঠান।
ওভারের শেষ বল এগিয়ে এসে ডিফেন্ড করার চেষ্টা করেন মিঠুন। কিন্তু, ‘সুইং কিং’ শামির বল হাওয়ায় শেষ মুহূর্তে বাঁক নিয়ে একেবারে মিঠুনকে মিডল-লেগ স্টাম্পের সামনে ট্র্যাপ করে। শামির বলটি যে কোনও পেস বোলারের কাছে স্বপ্নের ডেলিভারি। মিঠুনের কাছে কোনও উত্তর ছিল না।

আম্পায়ারের মনে আউট নিয়ে কোনও সন্দেহ না থাকলেও, মিঠুন নিশ্চিত ছিলেন না। অপর প্রান্তে থাকা অধিনায়ক মোমিনুল হকের সঙ্গে একপ্রস্থ আলোচনা করেন মিঠুন। ডিআরএস-এর আবেদন জানাতে অধিনায়ককে অনুরোধও করেন। কিন্তু, অধিনায়ক জানতেন, শামির বল মিডল স্টাম্পে আছড়ে পড়ত। ফলে, তিনি মিঠুনের আবেদনে সাড়া দেননি।
টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু, ভারতীয় বোলারদের দাপটে ১৫০ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ২৭ রানের বিনিময়ে ৩ উইকেট নেন শামি। ইশান্ত, উমেশ ও রবিচন্দ্রণ অশ্বিন নেন ২টি করে উইকেট। দিনের শেষে ভারতে স্কোর এক উইকেটে ৮৬।