মুম্বই: রানি মুখার্জী অভিনীত মর্দানি ২ সিনেমার ট্রেলার মুক্তি পেল। এই সিনেমাতে রানিকে আরও একবার রাফ অ্যান্ড টাফ পুলিশের ভূমিকায় দেখা যাবে। ট্রেলার দেখলেই তা স্পষ্ট হবে। সিনেমায় শুধু অ্যাকশন দৃশ্যই নয়, দুরন্ত অভিনয়ে দর্শকদের নজর কাড়তে প্রস্তুত রানি। তাঁর আগামী সিনেমার ট্রেলারটিও যথেষ্টই নজরকাড়া।
সিনেমায় রানিকে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে। সিনেমায় বিশেষ করে ওই অপরাধীদের তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যারা অল্প বয়সেই অপরাধ করে। কিন্তু বয়স কম হওয়ার কারণে তাদের সমুচিত দণ্ড দেওয়া যায় না।
ট্রেলারের শুরুতেই বলা হয়েছে, আমাদের দেশে বছরে প্রায় ২০০০-এর বেশি ধর্ষণ হয়, যেখানে দুষ্কৃতীদের বয়স ১৮ বছরের কম । এই পরিসংখ্যান পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে। এর বাইরেও এ ধরনের অপরাধ আরও কত হয়, তা জানা নেই।


ট্রেলারে দেখানো হয়েছে, রানীর কাছে রাজস্থানের কোটা জেলায় এক জঘন্য ধর্ষণ ও হত্যার মামলা আসে। এই মামলার নিষ্পত্তির চেষ্টা করতে দেখা যায় তাঁকে। কিন্তু এর তদন্ত খুব একটা সহজ হয় না তাঁর কাছে। ট্রেলার দেখে মনে হয়েছে, সিনেমায় নাবালক অপরাধীদের ওপর নজর দেওয়া হয়েছে। সিনেমার প্রধান খলনায়কও নাবালক। যদিও খলনায়ক সম্পর্কে খুব বেশি ট্রেলার থেকে জানা যায়নি।
ট্রেলার দেখেই স্পষ্ট, রানিকে জমকালো ভূমিকায় ফের রূপোলি পর্দায় দেখা যাবে। আগামী ডিসেম্বরের ১৩ তারিখে সিনেমা মুক্তি পাবে। সিনেমার চিত্রনাট্য ও পরিচালনা গোপী পুথরন। যশরাজের ব্যানারে এই সিনেমা।