হুগলি: দলীয় কর্মী খুনের প্রতিবাদে ডাকা বিজেপির ১২ ঘণ্টার আরামবাগ বনধে অশান্তি। বাইক বাহিনী নিয়ে এলাকায় দাপাদাপি বিজেপি কর্মীদের। সকালে জোর করে দোকান বন্ধ করে বনধ সমর্থকরা। আরামবাগের মায়াপুরে লরি আটকে চালকদের হুমকি ও রাস্তা অবরোধ করে বিজেপি কর্মীরা। অবরোধ হঠাতে লাঠিচার্জ করে পুলিশ। এখনও পর্যন্ত অশান্তির অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারি বাস চললেও বন্ধ রয়েছে বেসরকারি বাস। ফলে আরামবাগ থেকে কলকাতা, বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় যেতে হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। বন্ধ রয়েছে সমস্ত দোকান-বাজার। গত রবিবার আমিরুল খান নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করা হয়। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে বিজেপি। অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল।