অ্যাডিলেড: গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজিত হয়েছিল ভারতীয় দল (Indian Cricket Team)। বুধবার অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে টিম ইন্ডিয়া, প্রতিপক্ষ বাংলাদেশ (IND vs BAN)। এই ম্যাচ জিতলেই ছয় পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছনো কার্যত নিশ্চিত করে ফেলবেন রোহিত শর্মারা। তবে ম্যাচের আগেই ভারতীয় সমর্থকদের চিন্তার কারণ বৃষ্টি।
বৃষ্টির পূর্বাভাস
অ্যাডিলেডে ম্যাচের আগেরদিন ভারী বৃষ্টি হয়েছে। কাল ম্যাচের দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েইছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস ম্য়াচের দিন, অর্থাৎ কাল ৬০ শতাংশ বৃ্ষ্টির সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, 'মেঘাচ্ছন্ন পরিবেশে হালকা বৃষ্টির (৬০ শতাংশ) সম্ভাবনা রয়েছে, বিশেষত সন্ধ্যার দিকে। দক্ষিণ-পশ্চিম দিক বরাবর ২০ থেকে ৩০ কিমি বেগে হাওয়া বইবে।' এই বিশ্বকাপে ইতিমধ্যেই একাধিক ম্যাচ ভেস্তে গিয়েছে। তাই কালকের ম্যাচেও বৃ্ষ্টি প্রভাব ফেললে অবাক হওয়ার কিছুই থাকবে না। অবশ্য এই বিষয়ে ভারতীয় দলের ভাগ্য এখনও পর্যন্ত বেশ ভালই বলতে হবে।
ভারতীয় দলের তিনটি ম্যাচের সবকয়টিই আয়োজন করা সম্ভব হয়েছে। কালকের ম্যাচেও বরুণদেব ভারতীয় দলের ওপর প্রসন্ন থাকেন কি না, এখন সেটাই দেখার। ম্যাচের আগে কিন্তু মানসিকভাবে ভারতের ওপর চাপ তৈরির কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ। দলের অধিনায়ক শাকিব আল হাসান সাফ কথা, ম্যাচে খাতায় কলমে ভারতই এগিয়ে। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে শাকিব বলেন, 'ভারত এই ম্যাচের জন্য ফেভারিট। ওঁরা এখানে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে এসেছে, আমাদের লক্ষ্য বিশ্বকাপ জয় নয়। এই ম্যাচের পরিস্থিতি সকলেই বুঝতে পারছে। আমরা যদি ভারতের বিরুদ্ধে ম্যাচ জিতি, তাহলে তা দুর্ঘটনা হিসাবেই বিবেচিত হবে। আমরা ভারতের বিরুদ্ধে সেই অঘটন ঘটানোর লক্ষ্যেই মাঠে নামব।'
কার্তিকের আপডেট
বাংলাদেশ ম্যাচের আগে ভারতীয় দলের তারকা কিপার-ব্যাটার দীনেশ কার্তিকের চোটের আপডেট দেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলেন, 'আজ সকালে দীনেশ কার্তিক অনুশীলন করেছেন। তবে আমরা কাল আবার ওর ফিটনেস যাচাই করব। যেই সুযোগ পাক, আমরা সবসময় আমাদের খেলোয়াড়দের পাশে আছি।' ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তাও কার্তিকের বিষয়ে কথা বলতে গিয়ে সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, 'পিঠের নীচের অংশে যন্ত্রণা রয়েছে কার্তিকের। তবে সেটা গুরুতর কিছু বলে শুনিনি। আমাদের মেডিক্যাল টিম ওকে দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা করছে। হিট ট্রিটমেন্ট ও মাসাজ থেরাপি চলছে। তাতে ওর অস্বস্তি কেটে যাবে দ্রুত। তাই ও বিশ্বকাপের বাইরে চলে গিয়েছে বলা যায় না।'
আরও পড়ুন: