নয়াদিল্লি: নাম পরিবর্তনের পর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এই প্রথম কোনও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। সেটাও আবার টি-টোয়েন্টি ক্রিকেটের ১০০০ তম ম্যাচ। মুখোমুখি ভারত বনাম বাংলাদেশ। এদেশে বাংলাদেশ এই নিয়ে দ্বিতীয়বার ভারতের মুখোমুখি হচ্ছে। অতীতে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে জয়ের রেকর্ড রয়েছে ভারতের। সেদিক থেকে মেন ইন ব্লু নিঃসন্দেহে এগিয়ে।


বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলছেন না বিরাট কোহলি। তিনি বিশ্রামে থাকার কারণে দলকে নেতৃত্বে দেবেন রোহিত শর্মা। অন্যদিকে শাকিব আল হাসানের বিরুদ্ধে আইসিসি এক বছরের নির্বাসনের শাস্তি দেওয়ায় ভারত সফরে নেই বাংলাদেশের তথা বিশ্বের সেরা অলরাউন্ডার। টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ রিয়াদ।


সূত্রের খবর, বিরাট বিশ্রামে থাকার কারণে তিনে আসতে পারেন শ্রেয়স আইয়ার। বাংলাদেশের বিরুদ্ধে স্কোয়াডে দেখা যেতে পারে সঞ্জু স্যামসনকেও। অন্যদিকে যশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি না থাকায় বোলিং আক্রমণে দেখা যেতে পারে খলিল আহমেদ, রাহুল চহার, শর্দূল ঠাকুরের মতো তরুণ তারকাদের।


এদিকে শাকিব না থাকলেও বাংলাদেশ নামবে তাদের অভিজ্ঞ ব্রিগেড নিয়েই। সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমানের মতো ক্রিকেটারদের নিয়েই স্কোয়াড সাজাচ্ছেন নতুন অধিনায়ক মাহমুদুল্লাহ।