ভুবনেশ্বর: মেয়েরা আগেই টোকিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করেন। তাঁদের মতোই ভারতের পুরুষ হকি দলও টোকিও যাওয়ার ছাড়পত্র আদায় করে নিল। আজ রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৭-১ গোলে জয় পান রুপিন্দর পাল সিংহরা। গতকাল প্রথম ম্যাচে ৪-২ গোলে জয় পায় ভারত। ফলে ১১-৩ গোলে এগিয়ে থেকে অলিম্পিকের যোগ্যতা অর্জন করে নিল ভারত।


গতকালের তুলনায় আজ উন্নত পারফরম্যান্স দেখান মনপ্রীত সিংহরা। প্রথম মিনিটেই গোল করে রাশিয়াকে এগিয়ে দেন সোবোলেভস্কি। তবে এরপর আর রুশদের কোনও সুযোগ দেয়নি ভারত। ১৭ মিনিটে সমতা ফেরান ললিত উপাধ্যায়। ২৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন আকাশদীপ সিংহ। তিনি ২৯ মিনিটে ফের গোল করে ব্যবধান বাড়ান। প্রথমার্ধের শেষে ৩-১ গোলে এগিয়েছিল ভারতীয় দল।

বিরতির পর নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েন ভারতীয়রা। ৪৭ মিনিটে দলের চতুর্থ গোল করেন নীলকান্ত শর্মা। পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ান রুপিন্দর পাল সিংহ। ৫৯ মিনিটে ফের পেনাল্টি কর্নার থেকে গোল করেন রুপিন্দর। এরপর রাশিয়ার কফিনে শেষ পেরেক পুঁতে দেন অমিত রোহিদাস।