কলকাতা: ইডেন গার্ডেন্সে ভারতের প্রথম দিন-রাতের আন্তর্জাতিক টেস্ট হবে। আগামী ২২-২৬ নভেম্বর এই দিন-রাতের টেস্ট খেলা হবে ভারত ও বাংলাদেশের মধ্যে।শীতের সন্ধেয় সূর্যাস্তের পর ইডেন গার্ডেন্সে শিশিরের সমস্যার কথা মাথায় রেখে দুপুর একটায় খেলা শুরু করে রাত ৮ টায় দিনের খেলা শেষ করার অনুরোধ করেছিল সিএবি। সেই অনুরোধ বিসিসিআই মেনে নিয়েছে। বিসিসিআই-এর এক আধিকারিক এই খবরের সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন, নভেম্বরের শেষের দিকে কলকাতায় রাত আটটার পরও খেলা চালিয়ে গেল বল পুরোপুরি ভিজে যেতে পারে। এ কথা মাথায় রেখে রাত ৮ টার মধ্যে দিনের খেলা শেষ করতে সেশনগুলির পরিকল্পনা নতুন করে করা হয়েছে।
ওই আধিকারিক সংবাদসংস্থাকে জানিয়েছেন, শিশিরের সমস্যার কথা মাথায় রেখে খেলায় সময় পরিবর্তন সংক্রান্ত সিএবি-র অনুরোধ বিসিসিআই অনুমোদন করেছে। খেলা একটায় শুরু হবে এবং প্রথম সেশন তিনটেয় শেষ হবে। দ্বিতীয় সেশন শুরু হবে ৩.৪০ টায় এবং চলবে ৫.৪০ টা পর্যন্ত। শেষ সেশনের খেলা হবে সন্ধে ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত।
এর আগে ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায় বলেছিলেন যে, খেলা আগে শুরু করলে তা শিশির সংক্রান্ত সমস্যার হাত থেকে রেহাই পাওয়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে। তিনি বলেছিলেন যে, শিশিরের সমস্যা দেখা যায় রাত আটটা-সাড়ে আটটার পর। এই সময়ে ইডেনে সাহা বলের ক্রিকেটে এমনটাই দেখা গিয়েছে। তাই, শিশির সমস্যা হয়ে উঠবে বলে আমার মনে হয় না। শিশির সংক্রান্ত বিষয়গুলি মোকাবিলার জন্য আমাদের ট্রিটমেন্ট স্প্রে সহ অন্যান্য আয়োজন থাকছে।
এদিকে, দিন-রাতের এই টেস্টের টিকিটের চাহিদা প্রচুর। সিএবি ট্যুইটারের মাধ্যমে গোলাপি বলের পাঁচদিনের ম্যাচে টিকিটের বিপুল চাহিদার কথা জানিয়েছে।
সিএবি বলেছে, ইডেন গার্ডেন্সে গোলাপি বলের দিন-রাতের টেস্টের প্রথম তিনদিন ৫০ হাজারের বেশি দর্শক আসবেন।