চেন্নাই: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেই চাপে ভারত। টস জিতে প্রথম ব্যাট করে পাহাড়প্রমাণ রান তুলে ফেলেছে ইংল্যান্ড। ম্যাচের দ্বিতীয় দিনের শেষে তাদের স্কোর ৮ উইকেটে ৫৫৫। সিরিজের প্রথম টেস্টেই ডাবল সেঞ্চুরি জো রুটের। ২১৮ রান করেছেন ইংল্যান্ড অধিনায়ক। তাঁকে আউট করতে কি শেষ পর্যন্ত হরভজন সিংহের দ্বারস্থ হলেন ভারত অধিনায়ক! ভাজ্জি কি ফের জাতীয় দলের হয়ে মাঠে নেমে পড়লেন স্পিন জাল বুনতে?


শনিবার এ নিয়ে তুমুল চর্চা চলল। কিন্তু হরভজন তো ভারতের প্রথম একাদশে নেই। টেস্টের স্কোয়াডেও নেই। তাহলে তিনি কীভাবে হাত ঘোরাতে শুরু করে দিলেন একেবারে টেস্ট ম্যাচের মধ্যেই!

আসলে, রুটকে আউট করতে একাধিক কৌশল নিয়েছেন বিরাট কোহলি। যার মধ্যে অন্যতম, অনিয়মিত স্পিনার হিসাবে রোহিত শর্মাকে বল করতে আনা। যদিও রোহিতের বোলিং দেখে ধারাভাষ্যকার থেকে শুরু করে টিভিতে খেলা দেখা অনেকেই চমকে উঠেছিলেন। সকলেই ভেবেছিলেন, রুটকে আউট করতে হয়তো ভাজ্জিরই ডাক পড়ল। কিন্তু কেন?



ম্যাচের দ্বিতীয় দিন চা-বিরতির আগে দু’ওভার বল করেন রোহিত। চা-বিরতির ঠিক আগের ওভারে ঘটে এক অভিনব ঘটনা। উইকেটের পিছন থেকে ঋষভ পন্থকে কিছু একটা বলতে শোনা যায় স্টাম্পস মাইক্রোফোনে। সম্ভবত রোহিতকে কিছু একটা নির্দেশ দিয়েছিলেন তিনি। তারপরেই রোহিতকে অবিকল হরভজন সিংহের বোলিং অ্য়াকশন নকল করে বল করতে দেখা যায়। রোহিতের সেই ফুল লেংথ বলে সহজেই লং অফে খেলে খুচরো রান নেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। মোট দু’ওভারে সাত রান দেন রোহিত। উইকেট পাননি। তবে বেশি চর্চা চলল রুটকে করা তাঁর 'ভাজ্জি ডেলিভারি' নিয়ে।

রোহিতের সেই ডেলিভারির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এমনকী, রান নেওয়ার পর রুটকেও দেখা যায় হাসতে। হরভজন অবশ্য এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। তিনি বরং ক্ষুব্ধ ভারতের দল নির্বাচন নিয়ে। কুলদীপ সিংহ দলে থাকা সত্ত্বেও কেন তাঁকে প্রথম একাদশে রাখা হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভাজ্জি।