হায়দরাবাদ: দেশের মাটিতে ইংল্যান্ডকে যে স্পিন ফলায় বিদ্ধ করতে চাইবে ভারত (IND vs ENG), সেই কৌশলের আগাম আঁচ ছিলই। তবে হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় স্পিন বোলিং বিভাগ দেখে অনেকে অবাক। আর অশ্বিন, রবীন্দ্র জাডেজার সঙ্গে সেখানে তৃতীয় স্পিনার হিসাবে খেলানো হচ্ছে অক্ষর পটেলকে। দুরন্ত ছন্দে থাকা কুলদীপ যাদবের জায়গা হয়নি একাদশে। কিন্তু কেন? জাডেজার পাশাপাশি আর একজন বাঁহাতি স্পিনার কেন? কেন চায়নাম্যান স্পিনার কুলদীপকে খেলিয়ে বৈচিত্র্য বাড়ানো হল না, প্রশ্ন উঠছে।
তবে রোহিত শর্মা ম্যাচের আগের দিনই ইঙ্গিত দিয়েছিলেন, খেলানো হতে পারে অক্ষরকে। কুলদীপকে নয়। কেন? রোহিত বলেছিলেন, 'কুলদীপ এক্স ফ্যাক্টর দেয় ওর বোলিং দিয়ে। বিশেষ করে সম্প্রতি ও যেরকম বল করছে। উইকেটে বাউন্স থাকুক বা না থাকুক, ওর বলে এত বৈচিত্র যে, ফ্যাক্টর হতেই পারে। এখন অনেক পরিণত হয়েছে কুলদীপ। অশ্বিন ও জাডেজা থাকায় ভারতের মাটিতে বেশি টেস্ট ক্রিকেট খেলতে পারেনি। আমাদের মিডল অর্ডারেও এরকম অভিজ্ঞতা হয়েছে অনেকের। যারা অনেক দেরিতে সুযোগ পেয়েছি। সেটাই বাস্তব। তবে বছর দুয়েক আগে কুলদীপ যা ছিল, তার চেয়ে এখন অনেক ভাল বোলার।'
সেই সঙ্গেই রোহিত জানিয়েছিলেন, কেন দৌড়ে এগিয়ে রয়েছেন অক্ষর। বলেছিলেন, 'অক্ষরের অলরাউন্ড দক্ষতা আমাদের ব্যাটিংয়ের গভীরতা বাড়ায়। টেস্টে ও এরকম পরিস্থিতিতে ধারাবাহিকভাবে ভাল খেলেছে। কাকে খেলাব সেটা বেশ মাথাব্যথার কারণ। আমাদের কাছে সিদ্ধান্ত নেওয়াটা চ্যালেঞ্জও। স্পিন বোলিং বিভাগ এত ভাল যে, তা নিয়ে চিন্তা হওয়াটা স্বাভাবিক। তবে এটা ইতিবাচক দিক।'
হায়দরাবাদে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড (IND vs ENG 1st Test)। ম্যাচে তিন স্পিনার এবং দুই ফাস্টবোলার নিয়ে মাঠে নামছে ভারতীয় দল (Indian Cricket Team)। একাদশে সুযোগ পাননি আবেশ খান (Avesh Khan)। তবে তাঁকে সাজঘরে বসিয়ে রাখার বদলে ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই তাঁকে দল থেকে ছেড়ে দেওয়া হল। আবেশ খান মধ্যপ্রদেশের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলবেন।
অপরদিকে, বিরাট কোহলি প্রথম দুই টেস্ট ম্যাচ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর বদলে যে রজত পাতিদার (Rajat Patidar) প্রথমবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছেন, সেই জল্পনা ছিলই। হলও তাই। সরকারিভাবে কোহলির বদলি হিসাবে পাতিদারের নাম ঘোষণা করে দিল বিসিসিআই।
আরও পড়ুন: বাবার আকস্মিক মৃত্যুর ধাক্কা, অবসাদ কাটিয়ে ২২ গজে লড়াই, সূর্যোদয়ের স্বপ্ন দেখছে বাংলা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে