ট্রেন্ট ব্রিজ: ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টে নটিংহ্যামে পেসারদের দাপট। প্রথমে ব্যাট করে ৬৫.৪ ওভারে মাত্র ১৮৩ রানে অল আউট হয়ে গেল ইংল্যান্ড। ভারতের হয়ে বল হাতে জ্বলে উঠলেন যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, শার্দুল ঠাকুর ও মহম্মদ সিরাজ। ইংল্যান্ডের দশটি উইকেটের মধ্যে দশটিই নিয়েছেন ভারতের পেসাররা।


ম্যাচের আগের দিনই ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছিলেন যে, প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার মতো বোলার তাঁর হাতে রয়েছে। বাস্তবে দেখা গেল, অধিনায়কের আস্থার মর্যাদা দিয়েছেন ভারতের বোলাররা। প্রথম একাদশে বেশ চমক রেখেছিলেন কোহলি। আর অশ্বিনকে না খেলিয়ে প্রথম একাদশে সুযোগ করে দেন রবীন্দ্র জাডেজাকে। অশ্বিন ইংল্যান্ডে বল হাতে ছন্দে ছিলেন। কাউন্টি ক্রিকেটে উইকেটও তুলেছেন। তবু জাডেজাকে একমাত্র স্পিনার হিসাবে খেলান কোহলি। সেই সঙ্গে চার পেসার হিসাবে বেছে নেন শামি, বুমরা, সিরাজ ও শার্দুলকে। ইশান্ত শর্মা বা উমেশ যাদবের মতো অভিজ্ঞদের না খেলিয়ে সুযোগ দেন তরুণ সিরাজ ও শার্দুলকে।


দেখা গেল, কোহলি ও কোচ রবি শাস্ত্রীর টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের মর্যাদা দিয়েছেন সিরাজ ও শার্দুল। বুধবার বুমরা ৪টি উইকেট নিয়ে ভারতীয় পেসারদের মধ্যে সেরা। তিনটি উইকেট নিয়েছেন বাংলার পেসার শামি। দুটি উইকেট শার্দুলের। একটি নিয়েছেন সিরাজ।


ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে লড়াই করেছিলেন একমাত্র অধিনায়ক জো রুট। ১০৮ বলে ৬৪ রান করেন তিনি। শার্দুল ঠাকুর তাঁকে এলবিডব্লিউ করে দেন। তিনি ছাড়া রান পেয়েছেন জনি বেয়ারস্টো (২৯), জ্যাক ক্রলি (২৭) ও স্যাম কারান (২৭ অপরাজিত)।


টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর সাদা পােশাকের ক্রিকেটে এই প্রথমবার নামল ভারতীয় দল। সিরিজ শুরুর আগেই চোটের জন্য প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন ময়ঙ্ক অগ্রবাল। তাঁর বদলে রোহিত শর্মার সঙ্গে ইনিংস ওপেন করলেন কে এল রাহুল। প্রথম দিনের শেষে বারতের স্কোর বিনা উইকেটে ২১ রান। রোহিত ৪০ বলে ৯ রানে ও রাহুল ৩৯ বলে ৯ রানে অপরাজিত।