হেডিংলি : অবাক ব্যাটিং বিপর্যয়। মাত্র ৭৮ রানেই গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস। কেএল রাহুল (০), চেতেশ্বর পূজারা (১), বিরাট কোহলি (৭), রোহিত শর্মা (১৯), আজিঙ্কা রাহানে (১৮), ঋষভ পন্থ (২) থেকে রবীন্দ্র জাদেজা (৪), একসঙ্গে ব্যর্থ সকলেই। জেমস অ্যান্ডারসন, এলি রবিনসনদের আগুনে পেসের সামনে ব্যর্থ পুরো ব্যাটিং।
লর্ডস টেস্টে নাটকীয় জয়ের পর আত্মবিশ্বাসে ভর করে পাঁচ টেস্টের সিরিজে এগিয়ে থেকে তৃতীয় ম্যাচে খেলতে নেমেছিল বিরাট ব্রিগেড। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক কোহলি। তবে হেডিংলের পিচের সাহায্য নিয়ে সুইং সহায়ক পিচে শুরু থেকেই ভারতীয় ব্যাটসম্যানদের সমস্যার মধ্যে ফেলতে থাকেন ব্রিটিশ পেসাররা। ভারতীয় ইনিংসের একেবারে শুরুতেই কেএল রাহুল, চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলিকে ফিরিয়ে মোক্ষম আঘাত হানেন জেমস অ্যান্ডারসন (৩/ ৬)। যে ধাক্কা কিছুটা প্রতিহত করার চেষ্টা করলেও লম্বা ইনিংস খেলতে পারেননি রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে। মধ্যাহ্নভোজের বিরতির আগেই সাজঘরে ফেরেন রাহানে।
যার কিছুক্ষণের মধ্যেই রোহিতও। যে পর্বে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতীয় ইনিংস। ঋষভ, জাদেজা থেকে শুরু করে লর্ডস টেস্টে ব্যাট হাতে কামাল দেখানো সামি, বুমরাহ কেউই দাঁড়াতে পারেননি। অলি রবিনসন ১৬ রানের বিনিময়ে ২ টি, স্যাম কারেন ২৭ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। আর শেষপর্বে ইংল্যান্ডের চতুর্থ পেসার ক্রেগ ওভারটন ১৪ রানের বিনিময়ে শেষ ৩টি উইকেট তুলে নিয়ে একরাশ লজ্জা উপহার দেন ভারতীয় শিবিরকে। আর এমন ব্যাটিং বিপর্যয়ের জেরে তৃতীয় টেস্টের প্রথম দিনের মাত্র দেড় সেশনের মধ্যে প্রচণ্ডভাবে ব্যাকফুটে চলে গেল টিম ইন্ডিয়া।
বাজে শট সিলেকশন ও দিনের শুরুতে আর্দ্রতার সাহায্যে সুইংয়ের মোকাবিলাই যে ভারতীয় ব্যাটসম্যানরা করতে পারেননি, সেটা ক্রমশ পরিষ্কার হয়ে যায় ইংল্যান্ডের ওপেনারদের ব্যাটিংয়েই। এই খবর লেখা পর্যন্ত রোবি বার্নস ও হাসিব হামিদের ওপেনিং জুটি বিনা উইকেটে ৪১ রান তুলে ফেলছে।