ওভাল: ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্ট রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকে এগোচ্ছে। জয়ের জন্য ৩৬৮ রান তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ৭৭ রান তুলে ফেলেছে ইংল্যান্ড। রোরি বার্নস ৩১ ও হাসিব হামিদ ৪৩ রান করে ক্রিজে রয়েছেন। সোমবার, ম্যাচের শেষ দিন জিততে গেলে আরও ২৯১ রান করতে হবে ইংল্যান্ডকে। ভারতের চাই ১০ উইকেট। শেষ দিন কি ওভালে কোনও থ্রিলার অপেক্ষা করে রয়েছে?


ইংরেজ টেল এন্ডাররা প্রথম ইনিংসে দলের বিপর্যয় রুখে দিয়েছিলেন। ভারতের দ্বিতীয় ইনিংসে সেই টেল এন্ডাররাই মরিয়া লড়াই চালালেন। তাঁদের ব্যাটিং দৃঢ়তায় ভারত দ্বিতীয় ইনিংসে তুলল ৪৬৬ রান। ইংল্যান্ডের চেয়ে ৩৬৭ রানের লিড নিয়ে শেষ হল বিরাট কোহলিদের দ্বিতীয় ইনিংস। ওভালে এখন রুদ্ধশ্বাস চিত্রনাট্য।


২৭০/৩ স্কোর নিয়ে খেলা শুরু করে আগের দিনের স্কোরের সঙ্গে মাত্র ৮ রান করে ফিরে যান রবীন্দ্র জাডেজা। ২ ওভার পরেই কোনও রান করার আগেই আউট হন অজিঙ্ক রাহানে। চলতি ইংল্যান্ড সফরে যাঁর ব্যাটে রানের খরা চলছে। বিরাট কোহলিও হাফসেঞ্চুরির ৬ রান আগে, ব্যক্তিগত ৪৪ রানের মাথায় আউট হন। তাঁর ক্যাচ না পড়লে আরও আগেই ফিরে যেতে হতো ভারত অধিনায়ককে। ভারতের স্কোর দাঁড়ায় ৩১২/৬। ঠিক যখন মনে করা হচ্ছিল রোহিত শর্মার সেঞ্চুরি বা চেতেশ্বর পূজারার লড়াকু হাফসেঞ্চুরি সত্ত্বেও বড় ইনিংস গড়তে পারবে না ভারত, তখনই ব্যাট হাতে পাল্টা লড়াই শুরু ঋষভ পন্থ ও শার্দুল ঠাকুরের।


১০৬ বলে ৫০ রান করেন পন্থ। শার্দুল করেন ৬০ রান। শেষের দিকে চালিয়ে খেলে ২৩ বলে ২৫ রান করেন উমেশ যাদব। এমনকী, যশপ্রীত বুমরাও ৩৮ বলে ২৪ রান করেন। ভারত ৪৬৬ রান তোলে। ইংরেজ বোলারদের মধ্যে ৩ উইকেট ক্রিস ওকসের।


ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের দ্বিতীয় ইনিংসে সেট হয়েও ৪৪ রানে আউট হয়ে গেলেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে রবিবার হাফসেঞ্চুরির আগে আউট হয়ে গেলেও নতুন এক মাইলফলক স্পর্শ করলেন কোহলি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০,০০০ রানের মালিক হলেন ভারতের অধিনায়ক। ১২৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে এই রেকর্ড গড়লেন বিরাট। রবিবার ওভালের দ্বিতীয় ইনিংস ধরলে ১২৭টি ম্যাচে ৫১.৯৮ গড়ে ১০০০২ রান করলেন বিরাট কোহলি।