নয়াদিল্লি: টোকিও প্য়ারালিম্পিক্সে ভারতের সাফল্যের পর ভারতীয় প্যারা অ্যাথলিটদের প্রশংসায় পঞ্চমুখ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবারের প্যারালিম্পিক্সে ভারত ১৯টি পদক জিতেছে। ভারতের হয়ে প্রতিনিধত্ব করা সব অ্যাথলিটদের প্রশংসা করে অমিত শাহ বলেন, 'নতুন ভারতের আকাশ জয় করার জন্য ডানা রয়েছে। শুধু ওদের একটু বিশ্বাস ও সমর্থন দরকার। আর যখন ভারতের শীর্ষনেতা তাঁদের পাশে দাঁড়ান, তখন এমনই অঘটন হয়।'
এবার টোকিও অলিম্পিক্সে ও টোকিও প্যারালিম্পিক্সে অংশগ্রহণকারী সব অ্যাথলিটদের পাশে দাঁড়িয়ে তাঁদের টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগেই উদ্বুদ্ধ করেছিলেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি। অমিত শাহ যে তাঁর ট্যুইটে নরেন্দ্র মোদির কথাই উল্লেখ করেছেন, তা নিঃসন্দেহে বলাই যায়।
১৯৬৮ সালে প্রথমবার প্যারালিম্পিক্সে অংশ নিয়েছিল ভারত। কিন্তু এত বড়় সাফল্য কোনওবারই পায়নি ভারতীয় দল। রিও প্যারালিম্পিক্স পর্যন্ত ভারতের ঝুলিতে ছিল ১২টি পদক। এইবার অভাবনীয় সাফল্য আসে। টোকিও প্যারালিম্পিক্সে রবিবার শেষ দিনেও ভারতের পদক জয় অব্যাহত। ব্যাডমিন্টনে সোনা জিতলেন কৃষ্ণা নাগর। ব্যাডমিন্টনের পুরুষদের সিঙ্গলসে হংকংয়ের প্রতিপক্ষর বিরুদ্ধে ২১-১৭, ১৬-২১, ২১-১৭ ফলে বাজিমাত করলেন তিনি। টোকিও প্যারালিম্পিক্সে পদক তালিকায় শীর্ষে রয়েছে চিন। তাদের ঝুলিতে রয়েছে মোট ২০৭টি পদক। তার মধ্যে সোনা জিতেছে চিন ৯৬টি। রুপো জিতেছে ৬০টি ও ব্রোঞ্জ ৫১টি। উল্লেখ্য, টোকিও অলিম্পিক্সেও এবার মোট ৭টি পদক জিতেছিল ভারত। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রথম ভারতীয় হিসেবে স্বাধীনতা পরবর্তী সময়ে সোনা জিতেছিলেন নীরজ চোপড়়া।