লন্ডন: লর্ডসে নজির গড়লেন বাংলার মহিলা ক্রিকেটার দীপ্তি শর্মা। ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে লর্ডসে ঘণ্টা বাজিয়ে কোনও টেস্ট ম্যাচের সংশ্লিষ্ট দিনের খেলার সূচনা করলেন তিনি।


২০০৭ সাল থেকে লর্ডসে বেল বাজিয়ে টেস্ট ম্যাচের সংশ্লিষ্ট দিনের খেলা শুরু করার রীতি পালন করা হচ্ছে। সাধারণত যুযুধান দুই দেশের প্রাক্তন ক্রিকেটারেরা লর্ডসে বেল বাজান। ভারত-ইংল্যান্ড চলতি টেস্ট ম্যাচে ভারতের প্রাক্তন ক্রিকেটার ফারুখ ইঞ্জিনিয়ার বেল বাজিয়ে একদিন খেলা শুরু করেছিলেন। রবিবার সেই দায়িত্ব পালন করলেন দীপ্তি।


ঘটনাটি তাৎপর্যপূর্ণ কারণ, দিনটি ১৫ অগাস্ট, ভারতের স্বাধীনতা দিবস। আর দীপ্তিই ভারতের প্রথম মহিলা ক্রিকেটার যিনি বেল বাজিয়ে লর্ডসে টেস্ট ম্যাচের কোনও একদিনের খেলার সূচনা করলেন।


দ্য হান্ড্রেড ক্রিকেট টুর্নামেন্ট খেলতে বাংলার অলরাউন্ডার দীপ্তি এখন ইংল্যান্ডে। তিনি খেলছেন লন্ডন স্পিরিটের হয়ে এবং লর্ডস তাঁর হোমগ্রাউন্ড।



দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে প্রথম ইনিংসে ৩৯১ রানে অল আউট হয়ে গেল ইংল্যান্ড। ভারত তাঁদের প্রথম ইনিংসে করেছিল ৩৬৪ রান। শনিবার রুটের দুরন্ত অপরাজিত শতরানের ব্যাটিংয়ের ওপর ভর করে ভারতের থেকে ২৭ রানে এগিয়ে গেল রুট বাহিনী। দ্বিতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ১১৯ রান তুলেছিল ইংল্য়ান্ড। ক্রিজে ছিলেন রুট ও বেয়ারস্টো। এদিন ২ জনে মিলেই দিনের শুরু থেকেই দারুণ পার্টনারশিপ গড়া শুরু করেন। জুটিতে স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। নিজের অর্ধশতরানও পূরণ করেছিলেন বেয়ারস্টো। কিন্তু এই জুটি ভাঙেন মহম্মদ সিরাজ। তাঁর বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান বেয়ারস্টো। এরপর বাটলার ও মঈন আলি রুটের সঙ্গে টুকরো টুকরো পার্টনারশিপ গড়ে তোলেন। কিন্তু তাঁরা ২ জন কেউই ক্রিজে বেশিক্ষণ সেট হতে পারেননি। বাটলার ফেরেন ২৩ রান করেন। মঈন আলি ফেরেন ২৭ রান করে। 


রুট যদিও এদিনও ছিলেন চেনা ছন্দেই। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও শতরান হাঁকালেন ইংল্য়ান্ড অধিনায়ক। শুধু এদিন শতরানই করলেন না। অপরাজিত ১৮০ রানের ঝকঝকে ইনিংস খেললেন রুট। তিনিই একমাত্র ইংল্যান্ড অধিনায়ক যিনি টেস্ট কেরিয়ারে ৬ বার দেড়শো প্লাস রান করেছেন এক ইনিংসে। লোয়ার অর্ডারকে সঙ্গে নিয়ে এদিন ভারতের রানকে টেক্কা দিয়ে দেন তিনি। ভারতীয় বোলারদের মধ্যে ৪ উইকেট নেন মহম্মদ সিরাজ। ৩ উইকেট নেন ইশান্ত শর্মা ও ২ উইকেট নেন মহম্মদ শামি। 


এর আগে ভারত তাঁদের প্রথম ইনিংসে ৩৬৪ রানে অল আউট হয়ে গিয়েছিল। রোহিত শর্মা ৮৩ রান করে ফিরলেও শতরান হাঁকিয়েছিলেন কে এল রাহুল। ১২৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। যদিও রান পায়নি ভারতের মিডল অর্ডার। দ্বিতীয় ইনিংসে অবশ্য ভারতের দুই ওপেনারই ব্য়র্থ।