ট্রেন্ট ব্রিজ : স্পিন-সমৃদ্ধ সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় একমাত্র সিমার হিসেবে নিজের নাম আরও একটু উজ্জ্বল করলেন জিমি অ্যান্ডারসন। ভারত অধিনায়ক বিরাট কোহলিকে প্রথম ইনিংসে গোল্ডেন ডাকে ফিরিয়ে টেস্ট ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় এক ভারতীয়কে ধরে ফেললেন ব্রিটিশ পেসার। এতদিন পর্যন্ত ভারতের পক্ষে সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি অনিল কুম্বলে বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় ছিলেন তিন নম্বরে। এবার তাঁর আসনে ভাগ বসালেন জিমি। জাম্বোর মতই জিমির ঝুলিতেও এখন ৬১৯ টেস্ট উইকেট। বলাই বাহুল্য, ভারতের বিরুদ্ধে চলতি প্রথম টেস্টেই যে অনিল কুম্বলে ছাপিয়ে তিনি এককভাবে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তিন নম্বরে বসতে চলেছেন। যে বিষয়টি বাস্তব হতে অল্প সময়েরই অপেক্ষা।


অনিল কুম্বলে ছুঁয়ে ফেললেও ভারতীয় ক্রিকেটের 'জাম্বো' ১৩২ টেস্ট ম্যাচ খেলে ৬১৯টি শিকার করেছিলেন। আর ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা পেসার জেমস অ্যান্ডারসনের এটা কেরিয়ারের ১৬৩ তম ম্যাচ। তবে চমকে দেওয়ার মতো একটা তথ্য না বললেই নয়। এই মুহূর্তে ব্রিটিশ সাজঘরের 'জিমি'-র বয়স ৩৯। তাই বয়সের ভার বাড়লেও অ্যান্ডারসনের খুনে সুইংয়ের তারতম্যে তা যে সেভাবে দাগ কাটতে পারেনি, সেটা নিঃসন্দেহে বলাই যায়। 


টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন শ্রীলঙ্কার স্পিন কিংবদন্তি মুথাইয়া মুরলীধরণ। তাঁর ঝুলিতে রয়েছে ৮০০ টেস্ট উইকেট। তারপরে রয়েছেন অপর স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার প্রাক্তনীর ঝুলিতে রয়েছে ৭০৮ উইকেট। অনিল কুম্বলের শিকার ৬১৯। ভারতের বিরুদ্ধে এই টেস্টে খেলতে নামার আগে অ্যান্ডারসনের টেস্ট উইকেটর সংখ্যা ছিল ৬১৭। ট্রেন্ট ব্রিজে বৃষ্টির বিঘ্নের আগে ভারতীয় দলের জমাট শুরুতে জোড়া ধাক্কা দিয়ে চিড় ধরান জিমি। পরপর দুটি বলে চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলির উইকেট নেন অ্যান্ডারসন। আর বিরাটের উইকেট নিতেই তিনি ছুঁয়ে ফেলেন কুম্বলে। মজার বিষয় হল, এই নিয়ে ৯ বার অ্যান্ডারসনের টেস্ট শিকার হলেন বিরাট কোহলি। ভারতীয়দের মধ্যে সবথেকে বেশিবার জেমস অ্যান্ডারসন শিকার হয়েছেন সচিন তেন্ডুলকর (১২)। তারপরই রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি (১০)।