মুম্বই: করোনাকে হারিয়ে তিনি কলকাতায় ফিরেছেন। আপাতত পরিবারের সঙ্গে কয়েকদিন সময় কাটিয়ে মুম্বইয়ে ভারতীয় দলের শিবিরে যোগ দেওয়ার কথা তাঁর। সেখান থেকে ২ জুন তাঁর ইংল্যান্ডে উড়ে যাওয়ার কথা। তবে ঋদ্ধিমান সাহার সুস্থতা নিয়ে পুরোপুরি সংশয়মুক্ত হতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। দীর্ঘদিনের ইংল্যান্ড সফরে তাই ঋদ্ধির বিকল্পও তৈরি রাখা হচ্ছে।


বঙ্গ উইকেটকিপারের বিকল্প হিসাবে কে এস ভরতকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছে। যাতে কোনও কারণে কার্যত এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলের প্রথম উইকেটকিপার ঋষভ পন্থ চোট পেলে এবং ঋদ্ধিমান খেলতে না পারলে বিপাকে না পড়তে হয় ভারতীয় শিবিরকে। কারণ বর্তমানে করোনা পরিস্থিতিতে কেউ চোট পেলে রাতারাতি বিকল্প ক্রিকেটার উড়িয়ে নিয়ে যাওয়া যাবে না। কারণ, যেই দলে যোগ দিন না কেন, তাঁকে নিয়মমাফিক কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে মাঠে নামতে হবে এবং দলের হয়ে মাঠে নামতে হলে অন্তত ১৫ দিন সময় লাগবে তাঁর। সেই কারণে আগেভাগেই তৈরি থাকতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড।


এদিকে, করোনার প্রতিষেধকের প্রথম ডোজ় নিয়ে তবেই ওঠা যাবে ইংল্যান্ডগামী বিমানে, ভারতীয় ক্রিকেটারদের জন্য এরকমই নির্দেশিকা দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়দের ক্রিকেট বোর্ড। সেই নির্দেশ মেনে অধিনায়ক বিরাট কোহলি থেকে শুরু করে অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ, চেতেশ্বর পূজারা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দলে থাকা সকলেই ভ্যাকসিনের প্রথম ডোজ় নিয়েছেন। কোচ রবি শাস্ত্রীও প্রথম ডোজ় নিয়েই শিবিরে যোগ দিচ্ছেন।


তবে দুজন ক্রিকেটারের ক্ষেত্রে এই নিয়ম শিথিল করার পথে হাঁটতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দলের দ্বিতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ও পেসার প্রসিদ্ধ কৃষ্ণ। দুজনই সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন। ঋদ্ধিমান সাহা আইপিএল চলাকালীনই সংক্রমিত হন। তিনি দিল্লিতে সানরাইজার্স হায়দরাবাদের টিমহোটেলেই কোয়ারেন্টিনে ছিলেন। রবিবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় সোমবার রাতে কলকাতায় ফিরেছেন। আর কলকাতা নাইট রাইডার্সের পেসার কৃষ্ণ আইপিএল শেষ হয়ে যাওয়ার পর বাড়ি ফিরে করোনা আক্রান্ত হন। এখন তিনি সুস্থ। দুজনেরই টিকাকরণ আটকে যেতে চলেছে চিকিৎসকদের সুপারিশে। কারণ, মেডিক্যাল গাইডলাইন অনুযায়ী সংক্রমিতদের করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর তিন মাস ভ্যাকসিন নেওয়া যাবে না। ঋদ্ধিমান ও কৃষ্ণ সম্ভবত টিকা না নিয়েই ইংল্যান্ডগামী বিমানে উঠবেন।