লন্ডন: লর্ডসে ব্যাট হাতে অনবদ্য লড়াই করলেন ভারতের দুই টেলএন্ডার মহম্মদ শামি ও যশপ্রীত বুমরা। ২৯৮/৮ স্কোরে ইনিংস ডিক্লেয়ার করল ভারত। অবিচ্ছেদ্য নবম উইকেটে ৮৯ রান যোগ করলেন শামি ও বুমরা। ৭০ বলে ৫৬ রান করে অপরাজিত রইলেন শামি। টেস্টে কেরিয়ারে তাঁর সর্বোচ্চ। ৩৪ রানে অপরাজিত রইলেন বুমরা।


ড্রেসিংরুমে ফেরার সময় সতীর্থ ও কোচিং স্টাফেদের কাছে রাজকীয় সংবর্ধনা পেলেন দুই পেসার। হেড কোচ রবি শাস্ত্রী থেকে শুরু করে অধিনায়ক বিরাট কোহলি, সকলে লর্ডসের ঐতিহাসিক ড্রেসিংরুমের একতলায় দরজার কাছে সারি দিয়ে দাঁড়িয়েছিলেন। হাততালি দিয়ে দুই নায়ককে বরণ করে নিলেন তাঁরা। পরে ভারতীয় ক্রিকেট বোর্ড সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।



বিরাট কোহলি, রোহিত শর্মাদের ব্যাট হাতে ব্যর্থতার মঞ্চেই ফুল ফোটালেন মহম্মদ শামি ও বুমরা। লর্ডসের পঞ্চম দিনে কেরিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি করে গেলেন বাংলার পেসার শামি।


সোমবার, টেস্টের পঞ্চম দিনের শুরুটাই হয়েছিল পন্থের ফিরে যাওয়া দিয়ে। তখন ভারত ১৯৪/৭। কিছুক্ষণ পরেই স্কোর দাঁড়ায় ২০৯/৮-এ। ভারতীয় ইনিংস দ্রুত শেষ হয়ে যাবে, এমনটাই মনে করা হয়েছিল। তবে কে ভেবেছিল যে শেষ দু উইকেট তুলতে ইংল্যান্ড বোলারদের কালঘাম ছুটে যাবে। সেখান থেকে ঐতিহাসিকভাবে লাঞ্চে ৭৭ রানের পার্টনারশিপ গড়ে ফেলবে বুমরা-শামি জুটি। লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ছিল ২৮৬/৮। লাঞ্চের পর ইংরেজদের অস্বস্তি বাড়িয়ে ভারত ইনিংসে ডিক্লেয়ার করল ২৯৮/৮ স্কোরে। ২৭১ রানের লিড নিয়ে। শামি কেরিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি করে অপরাজিত ৫৬ রানে। অন্যদিকে, বুমরা ৩০ রানে ক্রিজে ছিলেন।


দুই বোলারের ব্যাট হাতে লড়াই দেখে উচ্ছ্বসিত মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। তিনি ট্যুইট করেন, 'ম্যাচের রং বদলে দিয়ে গেল দুজনে।' ভি ভি এস লক্ষ্মণ ট্যুইট করেন, 'মজা আ গয়া।'