কাবুল : মর্মান্তিক। ভয়াবহ। আঁতকে দেওয়ার মতো। কাবুল বিমানবন্দর থেকে যে দৃশ্য ভেসে এসেছে, তা এককথায় মানবজাতির লজ্জা। বিমানবন্দরের রানওয়ে ছেড়ে যাচ্ছে মার্কিন এয়ারফোর্সের বিমান, আর হিতাহিত জ্ঞানশূন্য হয়ে দেশ ছাড়ার মরিয়া চেষ্টায় তার বাইরেই চেপে পড়ছেন আফগানরা। তালিবান আতঙ্কে নিজের মাটি ছেড়ে দূরে পালিয়ে যাওয়ার মরিয়া চেষ্টা। সামনে এসেছে কয়েকটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে শূন্যে ভাসা বিমান থেকে রানওয়েতে আছড়ে পড়ছেন বিমানের বাইরে সেটি আঁকড়ে ধরে থাকা বেশ কয়েকজন। জানা গিয়েছে, উড়ন্ত বিমান থেকে নিচে পড়ে মৃত্যু হয়েছে ৩ জনের। আবার অন্য এক ভিডিওতে দেখা যাচ্ছে বিমানবন্দরে ঢুকে যাত্রীবাহী বিমান তাড়া করছে তালিবানরা। এমনকি বিমানবন্দরে ঢুকে তারা গুলিও চালায়। যার জেরে অন্তত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
রবিবার রাতে আফগানিস্তান দখলের দাবি করে তালিবানরা। যার পর থেকেও গোটা দেশজুড়ে তীব্র আতঙ্ক। দ্রুত দেশ ছেড়ে পালানোর মরিয়া চেষ্টা আফগানদের। সোমবার সকাল থেকেই কাবুল বিমানবন্দরের একাধিক হৃদয়বিদারক দৃশ্য সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে, বিমানের টারম্যাকে কার্যত লাফিয়ে, ঝুলে উঠে বিমানে ওঠার মরিয়া চেষ্টা চালাচ্ছেন আফগান যুবকরা। তারপর বিমানবন্দরে তালিবানদের হানা, গুলি-চালনা, মৃত্যু ও তারপর দেশ ছেড়ে চলে যাওয়ার পথ ধরা মার্কিনিদের বিমানে উঠে পরার মরিয়া চেষ্টা ও সেখানেও মৃত্যু, সবমিলিয়ে আতঙ্ক ও মৃত্য়ুপুরীর এক ভয়াবহ কবরখানা হয়ে উঠছে আফগানিস্তান।
এর মাঝেই একাধিক দেশের পক্ষ থেকে আফগানিস্তানে থাকা তাদের বাসিন্দাদের দেশে ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে। রবিবার সন্ধেয় নয়াদিল্লি এসেছেন বেশ কিছু ভারতীয় ও আফগান। তাদের চোখে-মুখে আতঙ্কে ও প্রাণ হাতে করে ভারতে পা রাখার স্বস্তি। আমেরিকার সেনা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার ঘোষণা করার পর থেকেই ফের সেদেশে সক্রিয় হয়ে ওঠে তালিবানরা। একের পর এক শহর দখল করে নিয়ে জঙ্গিগোষ্ঠীর তরফে গত রাতে কাবুল দখল করে দেশ দখলের দাবি করা হয়। আর গোটা পরিস্থিতির প্রাণ বাঁচাতে লড়াই চালানো আফগানদের দেখে আঁতকে উঠছে গোটা বিশ্ব। এদিকে ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে আফগানিস্তানের আকাশসীমা। যার জেরে ব্যাহত উদ্ধারকাজও।
আরও পড়ুন
বন্ধ হয়ে গেল কাবুলের আকাশসীমা, আপাতত আফগানিস্তান যাচ্ছে না এয়ার ইন্ডিয়ার বিমান
'তালিবান আমাদের মেরে ফেলবে, মেয়েদের কোনও অধিকার থাকবে না', কান্নায় ভেঙে পড়লেন মহিলা
আফগানিস্তান এখন থেকে ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান, ঘোষণা তালিবানদের