Virat kohli Captaincy Record: লর্ডসে টেস্ট জিতে কপিল-ধোনিকে ছুঁলেন কোহলি, পেরোলেন লয়েডকে

দেশের হয়ে ৬৩ ম্যাচে অধিনায়কত্ব করে বিরাটের সাফল্যের ঝুলিতে এই মুহূর্তে রয়েছে ৩৭টি জয়।

Continues below advertisement

লন্ডন: লর্ডসে ইংল্যান্ডকে ১৫১ রানে হারিয়ে ভারত শুধু টেস্ট সিরিজে এগিয়েই গেল না, অধিনায়ক বিরাট কোহলির সাফল্যের মুকুটে যোগ হল একাধিক রঙিন পালক।

Continues below advertisement

কপিল দেব ও মহেন্দ্র সিংহ ধোনির মতো দুই বিশ্বকাপজয়ী অদিনায়কের সঙ্গে একই আসনে বসে পড়লেন কোহলি। কপিলের নেতৃত্বে ১৯৮৬ সালে লর্ডসে টেস্ট ম্যাচ জিতেছিল ভারত। ২০১৪ সালে ধোনির নেতৃত্বে লর্ডসে ইংল্যান্ডকে টেস্টে হারিয়েছিল ভারতীয় দল। কোহলি হলেন ভারতের তৃতীয় অধিনায়ক, যিনি লর্ডসে টেস্ট জিতেছেন।

টেস্টে ম্যাচ জয়ের নিরিখে কোহলি টপকে গেলেন কিংবদন্তি অধিনায়ক ক্লাইভ লয়েডকে। লয়েডের নেতৃত্বে ৩৬টি টেস্ট ম্যাচ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। কোহলির নেতৃত্বে ভারত ৩৭টি টেস্ট জিতল। টেস্ট জয়ের নিরিখে সর্বকালের সেরা হওয়ার লড়াইয়ে কোহলির সামনে গ্রেম স্মিথ, রিকি পন্টিং ও স্টিভ ওয়া। দক্ষিণ আফ্রিকা স্মিথের নেতৃত্বে ৫৩টি টেস্ট জিতেছিল। রিকি পন্টিংয়ের নেতৃত্বে ৪৮টি টেস্ট জিতেছিল অস্ট্রেলিয়া। স্টিভ ওয়ার নেতৃত্বে ৪১টি টেস্ট জিতেছিলেন অজিরা।

জো রুটদের বিরুদ্ধে তাদের দেশের মাটিতে টেস্ট সিরিজ শুরুর আগে সাউদাম্পটনের মাটিতে বিরাটের নেতৃত্বাধীন ভারত মুখোমুখি হয়েছিল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের। সেটি ছিল প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই ম্য়াচে হেরে গিয়েছিল ভারত। বিভিন্ন মহলে সমালোচিত হয়েছিল ভারতীয় দল। রুটদের বিরুদ্ধে সিরিজে সেই সমালোচনাই যেন তাতিয়ে দিয়েছে ভারতীয়দের। দুটি টেস্টেই রুটদের বিরুদ্ধে কার্যত দাপট দেখিয়ে খেলল বিরাট বাহিনী। প্রথম টেস্টেও জয়ের সুযোগ ছিল। তবে বাদ সেধেছিল বৃষ্টি। তবে দ্বিতীয় টেস্টে ভারতীয় বোলাররা সঠিক সময়ে নিজেদের সেরা খেলাটা বার করে আনলেন। যার ফলে ৫ ম্যাচের সিরিজে ১-০  এগিয়ে গেল বিরাট বাহিনী। আর এই জয়ের ফলেই ম্যাচ জয়ের নিরিখে অধিনায়ক কোহলি ছাপিয়ে গেলেন অধিনায়ক লয়েডকে।

দেশের হয়ে ৬৩ ম্যাচে অধিনায়কত্ব করে বিরাটের সাফল্যের ঝুলিতে এই মুহূর্তে রয়েছে ৩৭টি জয়। ৭৪ ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়ে ক্লাইভ লয়েড জিতেছিলেন ৩৬টি ম্যাচে।

Continues below advertisement
Sponsored Links by Taboola