শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: আবারও উত্তপ্ত কোচবিহার, খুন তৃণমূল কর্মী। পুলিশ সূত্রে খবর, গতকাল সন্ধ্যায় কোচবিহার ১ নম্বর ব্লকের দেওরহাট বাজারে তৃণমূল কর্মী এলাহী বক্সের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, ছুরি দিয়ে কোপানো হয় এলাহী ও তাঁর এক সঙ্গীকে। গুরুতর আহত অবস্থায় তাকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে দাবি, এই ঘটনার আগে ওই এলাকায় বোমাবাজি হয়। এলাহী ও তাঁর সঙ্গী একটি দোকানে বসেছিলেন। আচমকা কয়েকজন এসে তাঁদের ওপর চড়াও হয়। অভিযোগ, পিছন থেকে কোপানো হয় তৃণমূল কর্মীকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে।
গত ১৪ অগাস্ট গভীর রাতে খড়দায় তৃণমূল নেতাকে গুলি করে খুন করার ঘটনা প্রকাশ্যে এসেছে। মৃত রণজয় শ্রীবাস্তব ব্যারাকপুর লোকসভায় তৃণমূলের হিন্দি সংগঠনের সম্পাদক ছিলেন। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে খড়দা থানার পুলিশ। টিটাগড় পুরসভার প্রশাসক ও তৃণমূল নেতা প্রশান্ত চৌধুরীর অভিযোগ, খুনের পিছনে বিজেপির হাত রয়েছে। গেরুয়া শিবিরের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
তৃণমূল নেতার সঙ্গীর অভিযোগ, রাতে তৃণমূল নেতার কাছে হুমকি-ফোন আসে। তাঁকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।গালিগালাজ করা হয়। এর কিছুক্ষণ পর খড়দার বড়পট্টি এলাকায় তাঁদের গাড়ি পৌঁছতেই বাইক রেখে রাস্তা আটকায় দুষ্কৃতীরা। এ নিয়ে তর্কাতর্কি চলাকালীন গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। এরপর গাড়ি থেকে নেমে পালানোর সময় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।
তৃণমূল নেতার গলার নিচে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে ব্যারাকপুরের বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এরপর কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল নেতাকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা।
আরও পড়ুন: এবার মুর্শিদাবাদে দলবদলে তৃণমূলে সামিল বিজেপি ও আইএসএফ প্রার্থী
আরও পড়ুন: রঘুনাথপুরে ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে বিক্ষোভ কংগ্রেসের, কটাক্ষ তৃণমূলের