লর্ডস: ওয়ান ডে ক্রিকেটে তাঁরা বিশ্বের সেরা ওপেনিং জুটি ছিলেন। বিশ্বের এমন কোনও বোলার ছিলেন না যিনি এই জুটিকে নিয়ে শঙ্কিত হননি।
সেই সচিন তেন্ডুলকর-সৌরভ গঙ্গোধ্যায় (Sachin Tendulkar and Sourav Ganguly) জুটিকে ফের দেখা গেল লর্ডসে। বৃহস্পতিবার ভারত-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ চলাকালীন। পাশাপাশি বসে খেলা দেখছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিন তেন্ডুলকর। লর্ডসে সেই দৃশ্য দেখে নস্টালজিয়ায় ডুব দিলেন নেটিজেনরা। সেই ছবি ভাইরালও হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।
বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে মাঠে নেমেছে ভারত। সেই ম্যাচ শুরুর কিছুক্ষণ পরই গ্যালারিতে সৌরভ এবং সচিনকে দেখা যায়। পাশাপাশি বসে ম্যাচ উপভোগ করছিলেন 'সচ' এবং 'দাদি'। সঙ্গে ছিলেন সচিনের স্ত্রী অঞ্জলিও। মুহূর্তের মধ্যে সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভারতের দুই প্রাক্তন ওপেনারকে গ্যালারিতেও একসঙ্গে দেখে নস্টালজিয়ায় ডুব দেন নেটিজেনরা।
লর্ডসে নতুন নজির গড়লেন যুজবেন্দ্র চাহাল। বৃহস্পতিবার ১০ ওভার বল করে ৪৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন চাহাল। সেই সঙ্গে গড়ে ফেলেন নতুন নজির। এর আগে লর্ডসের ২২ গজে ভারতের কোনও বোলার ওয়ান ডে ক্রিকেটে ৪ বা তার বেশি উইকেট নিতে পারেননি। এই প্রথম ভারতীয় বোলারদের মধ্যে যুজবেন্দ্র চাহাল লর্ডসে একদিনের ক্রিকেটে ৪ উইকেট নিয়ে নজির গড়লেন।
আরও পড়ুন: শ্যুটিং বিশ্বকাপে আরও সোনা জেতার সুযোগ হাতছাড়া, হতাশ জাতীয় দলের কোচ জয়দীপ