লন্ডন: আজই ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টি-টোয়েন্টি স্কোয়াডের ঘোষণা করা হয়েছে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ান ডেতে বিশ্রাম দেওয়া হলেও, টি২০ দলে ফিরেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, ঋষভ পন্থরা। তবে বিরাট কোহলিকে (Virat Kohli) টি-টোয়েন্টি সফরের জন্যও বিশ্রাম দিয়েছে বিসিসিআই।


এই বিশ্রাম নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। অনেকেই মনে করছেন বিরাট কোহলিকে বিশ্রাম নয়, বরং বাদ দেওয়া হয়েছে ভারতীয় দল থেকে। খবর ছিল ইংল্যান্ড সিরিজে তাঁর পারফরম্যান্সের উপরই নির্ভরশীল সাদা বলে কোহলির ভবিষ্যৎ। সেই সফরে এখনও অবধি চূড়ান্ত ব্যর্থ বিরাট। কুঁচকির চোটের জেরে প্রথম ওয়ান ডেতে খেলতে নামেননি কোহলি। দ্বিতীয় ওয়ান ডেতেও তাঁর খেলা নিয়ে ছিল জোর জল্পনা। তবে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের আগেই নেটে কোহলির ব্যাটিং করার ছবি আপলোড করে বিসিসিআই। তাই অনেকেই ধরেই নিয়েছিলেন হয়তো দলের প্রথম একাদশে ফিরতে চলেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।


 






সেই জল্পনাই সত্যি হল। লর্ডসে ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় ম্যাচে (India vs England 2nd ODI) টিম ইন্ডিয়ার প্রথম একাদশে ফিরলেন বিরাট। বিরাট দলে ফেরায় গত ম্যাচে খেলা শ্রেয়স আইয়ারকে এই ম্যাচে প্রথম একাদশের বাইরে বসতে হয়েছে। গত ম্যাচ থেকে ভারতীয় দলে বদল বলতে এই একটাই। প্রথম ওয়ান ডে ম্যাচের মতো এই ম্যাচেও ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। তবে ওভালে ভরাডুবির পর, এই ম্যাচে ইংল্যান্ড ওপেনাররা কিছুটা সামলেই নিজেদের ইনিংস গড়ছেন।


১১ ওভার শেষে এক উইকেটের বিনিময়ে ৫০-র গণ্ডি টপকায় ইংল্যান্ড। জেসন রয়ের উইকেটটি নিয়েছেন হার্দিক পাণ্ড্য। ৩৩ বলে ২৩ রান করে আউট হন ইংল্যান্ডের ওপেনার। সাধারণত অত্যন্ত আগ্রাসী ক্রিকেট খেলে নিজেদের পরিচয় বানানো বিশ্বচ্যাম্পিয়নদের এহেন ব্যাটিং দেখেই স্পষ্ট, গত ম্যাচের ভরাডুবির পর তারা ভারতীয় দলের বোলিং আক্রমণে একটু সমীহ করেই খেলছে।