জয়দীপ হালদার, বকখালি, দক্ষিণ ২৪ পরগনা: ফের জোয়ারের বিপদ। এবার বিপদের ছবি, দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজার গঞ্জে। সবেমাত্র ভরা পূর্ণিমা গিয়েছে। তার সঙ্গে দোসর নিম্নচাপ। নিম্নচাপ ও পূর্ণিমার কোটালের জোড়া ফলায় ফুঁসে উঠল সমুদ্রের জোয়ার। আর সেই জলে প্লাবিত দক্ষিণ ২৪ পরগণার ফ্রেজার গঞ্জ কোস্টাল থানার হাতি কর্নার ও দাস কর্নার এলাকা। কোটালের জলে প্লাবিত হয়েছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানাও। বৃহস্পতি সকালে পূর্ণিমার কোটালের সময় জোয়ারের জল নদী বাঁধ উপচে ভিতরে ঢুকে পড়ে। সমুদ্রের নোনা জল ভিতরে ঢুকে পড়ায় চাষ নিয়ে চিন্তায় ওই এলাকার বাসিন্দারা।


গোসাবাতেও এক বিপদ:
উপকূলের অন্য এলাকাতেও একই ছবি। গোসাবার কুমিরমারিতে রায়মঙ্গল, কোরানখালি, পুঁইজালি নদীতে জলোচ্ছাস হয়েছে। নদীর বাঁধের মাথা ছুঁইছুঁই জল। যেকোনও মুহূর্তে বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকতে পারে। আতঙ্কিত গ্রামবাসীরা।


 






শঙ্করপুরেও রাস্তার উপরে জল:
পূর্ণিমার কটালের জন্য সমুদ্রে জলোচ্ছ্বাস হয়েছে বুধবারও। গতকাল পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর থেকে তাজপুর যাওয়ার রাস্তা, মেরিন ডাইভে রাস্তার ওপর দিয়ে জল বইছে। জল ঢুকতে শুরু করেছে গ্রামেও। কটালে জল আর কতটা বাড়বে, সেই ভেবে আতঙ্কিত এলাকাবাসী। মত্‍স্যমন্ত্রী ও স্থানীয় বিধায়ক অখিল গিরি জানিয়েছেন, একটি পয়েন্ট দিয়ে জল ঢুকছে গ্রামে। সেচ দফতরকে বলা হয়েছে ব্যবস্থা নিতে। তেমন পরিস্থিতি হলে ওই এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মত্‍স্যমন্ত্রী। 


আরও পড়ুন: মোবাইল-টর্চের আলোয় চিকিৎসা ! চ্যাংড়াবান্ধার স্বাস্থ্য কেন্দ্রে ফুঁসছে রোগীর পরিবার