লন্ডন: লর্ডস টেস্ট রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকে এগোচ্ছে। ইংল্যান্ড বোলারদের দাপটের মধ্যেও দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ব্যাট হাতে লড়াই করলেন অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারা। চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ১৮১/৬। ইংল্যান্ডের চেয়ে ১৫৪ রানে এগিয়ে ভারত। সোমবার ম্যাচের শেষ দিন। ভারত দুশো রানের লিড নিতে পারলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মঞ্চ প্রস্তুত।


রবিবার ১৪৬ বলে ৬১ রান করলেন রাহানে। ২০১৪ সালে লর্ডসে সেঞ্চুরি করে ভারতকে ম্যাচ জিতিয়েছিলেন রাহানে। রবিবারও তিনি দেখিয়ে দিলেন, কেন তাঁকে বিদেশের মাটিতে দলের অন্যতম সেরা ব্যাটসম্য়ান মনে করা হয়।


অন্যদিকে পূজারা দুরন্ত লড়াই করলেন। চাপের মুখে ২০৬ বলে ৪৫ রান করে ফিরলেন তিনি। তবে রান পাননি প্রথম ইনিংসের দুই নায়ক কে এল রাহুল (৫) ও রোহিত শর্মা (২১)। বিরাট কোহলিও (২০) ফের ক্রিজে সেট হয়ে গিয়েও বড় রান করতে ব্যর্থ। ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ (১৪ ব্যাটিং) ও ইশান্ত শর্মা (৪ ব্যাটিং)। ইংল্যান্ডের বোলারদের মধ্যে মার্ক উড ৩টি ও মঈন আলি ২টি উইকেট নিয়েছেন।


এদিকে, লর্ডস টেস্টে বল বিকৃতি ঘটানোর অভিযোগ নিয়ে তোলপাড়। আকাশ চোপড়ার মতো প্রাক্তন ক্রিকেটারদের কেউ কেউ সরাসরি বল বিকৃতির অভিযোগ তুলছেন ইংরেজ ক্রিকেটারদের বিরুদ্ধে। আবার বীরেন্দ্র সহবাগ ঘুরিয়ে তীব্র কটাক্ষ করেছেন ইংল্যান্ডের ক্রিকেটারদের।


বিতর্কের সূত্রপাত একটি টিভি ফুটেজ থেকে। যেখানে দেখা যাচ্ছে, ইংল্যান্ড ক্রিকেটারেরা জুতোর স্পাইক দিয়ে বলকে চেপে ধরেছেন। অনেকের মতে, রবিবার লর্ডসে ভারত বনাম ইংল্যান্ডের চলতি টেস্টের চতুর্থ দিন এই দৃশ্য বারবার দেখা গিয়েছে। যা দেখে ধারাভাষ্য করার ফাঁকে বিস্ময় প্রকাশ করেন ভারতের জাতীয় দলের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া। তিনি পরে ট্যুইটও করেন। লেখেন, 'বল বিকৃতি ঘটল? এ বাবা'।


বীরেন্দ্র সহবাগ আরও চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন ব্রিটিশ বাহিনীকে। ভয়ডরহীন ব্যাটিংয়ের জন্য পরিচিত ছিলেন সহবাগ। তাঁর ট্যুইটেও একইরকম ভয়ডরহীন আমেজ থাকে। বীরু ট্যুইটারে লিখেছেন, 'ইয়ে ক্যায়া হো রহা হ্যায়। ইংল্যান্ডের ক্রিকেটারেরা কি বল বিকৃতি ঘটাচ্ছে? নাকি করোনা বিধি মেনে চলছে?'