মুম্বই: একটানা ৮ মাস চলার পর, অবশেষে আজ ১৫ অগাস্ট 'ইন্ডিয়ান আইডল ১২'-এর শেষ পর্ব। আজই ঘোষিত হবে সেরার সেরা কে। অনুষ্ঠানের দ্বাদশ সিজনের গ্র্যান্ড ফাইনাল খানিক হঠকে করতে চেয়েছিলেন কর্তারা। হয়েছেও তাই। টানা বারো ঘণ্টা ধরে চলছে এই প্রতিযোগিতা। দুপুর ১২টায় ছয় প্রতিযোগী পবনদীপ রাজন, অরুনিতা কাঞ্জিলাল, সন্মুখাপ্রিয়া, নীহাল তাউড়া, মহম্মদ দানিশ এবং সায়লি কাম্বলেকে নিয়ে শুরু হয়েছে অনুষ্ঠান। 


অন্যান্য সিজনের প্রতিযোগীরা তো থাকবেনই সেই 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফাইনাল' অনুষ্ঠানের মঞ্চ মাতাতে হাজির বিভিন্ন অতিথি। অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী সম্প্রতি 'ইন্ডিয়ান আইডল ১২' টিমের সঙ্গে স্পেশ্যাল এপিসোডের শ্যুটিং শেষ করেন। ওটিটিতে তাঁদের 'শেরশাহ' ছবি মুক্তি পেয়েছে। এছাড়াও মঞ্চ আলো করতে উপস্থিত থাকছেন বিখ্যাত সঙ্গীতশিল্পী জাভেদ আলি, উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক, সুখবিন্দর সিংহ। 


প্রতিযোগীদের উৎসাহিত করতে দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা একটি ভিডিও মেসেজও পাঠান। তিনি জানান এই অনুষ্ঠান তিনি বেশ উপভোগ করেন। এছাড়া শেষ পর্বে 'বড়ে অচ্ছে লগতে হ্যায় ২' জুটি নকুল মেহতা ও দিশা পরমারও উপস্থিত থাকছেন। 


বাবা উদিত নারায়ণের সঙ্গে শোয়ে হাজির হন আদিত্য নারায়ণ। অলকা ইয়াগনিক গানে গানে শ্রদ্ধা জানান কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরকে। আজ রাত বারোটা পর্যন্ত চলবে 'গ্র্যান্ড ফিনালে'।


'ইন্ডিয়ান আইডল ১২'-এর সেমি ফাইনালে ছয় প্রতিযোগীর প্রত্যেকে দুর্ধর্ষ পারফর্ম করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন পরিচালক কর্ণ জোহর। তিনি প্রত্যেকের ট্যালেন্ট দেখে একপ্রকার বাকরুদ্ধ হয়ে গেছিলেন। তাঁরা প্রত্যেকেই কর্ণ জোহরের ব্লকবাস্টার হিট ছবির গান গেয়ে শোনান তাঁকে। মুগ্ধ পরিচালক প্রত্যেক প্রতিযোগীর ভূয়সী প্রশংসা করেন। শো চলাকালীন তাঁর ছবির বিভিন্ন মজার মুহূর্তও ভাগ করে নিচ্ছিলেন তিনি। সব মিলিয়ে বেশ জমজমাট ছিল সেমি ফাইনাল পর্ব। স সেদিনে সকলের গান শুনে কাউকে বাদ দিতে পারেননি বিচারকেরা। তাঁরা এবার ফাইনালে কেমন পারফর্ম করে সেটাই দেখার।