বিশাখাপত্তনম: সিরিজ ১-০ তে এগিয়ে ইংল্যান্ড। ঘরের মাঠে গত কয়েক বছরে প্রথমবার বোধহয় একটু চাপ নিয়ে দ্বিতীয় টেস্টে খেলতে নেমেছে ভারতীয় দল। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের লাঞ্চ বিরতিত পর্যন্ত ভারতের পারফরম্যান্সেও সেই ছাপ পড়ল। অর্ধশতরান হাঁকালেন যশস্বী জয়সওয়াল। রোহিত শর্মা ও শুভমন গিল ভাল শুরু করেও রান পেলেন না। এদিনের ম্য়াচে একাদশে সুযোগ পেয়েছেন রজত পাতিদার। ভারতের জার্সিতে প্রথম টেস্ট খেলতে নামলেন এই ডানহাতি। অন্য়দিকে ইংল্য়ান্ডের স্কোয়াডে ফিরেছেন জেমন অ্যান্ডারসন ও শোয়েব বসির।


এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ওপেনিংয়ে নেমেছিলেন রোহিত ও জয়সওয়ালই। আগের ম্য়াচে ২ ইনিংসেই ব্যর্থ হয়েছিলেন হিটম্যান। এদিনও রান পেলেন না। সিরিজে প্রথমবার খেলতে নামা শোয়েব বসিরের শিকার হয়ে যান তিনি। মাত্র ১৪ রান করে ওলি পোপের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। এরপর জয়সওয়ালের সঙ্গে জুটি বেঁধেছিলেন গিল। গত কয়েকটি ম্য়াচে একেবারেই ফর্মের ধারেকাছে নেই এই ভারতীয় তরুণ তারকা ব্যাটার। এদিন শুরুটা দুর্দান্ত করেছিলেন। দ্রুত রানও যোগ করছিলেন বোর্ডে। কিন্তু ৩৪ রানের মাথায় অ্য়ান্ডারসনের আউটসুইংয়ের সামনে মাথা নোয়াতে বাধ্য হন গিল। বল ব্যাটে চুমু খেয়ে চলে যায় ইংল্যান্ডের উইকেট কিপার বেন ফোকস। অন্যদিকে ৮৯ বলে অর্ধশতরান পূরণ করেন যশস্বী। মধ্যাহ্নভোজের বিরতিতে তাঁর সঙ্গে ক্রিজে আছেন শ্রেয়স আইয়ার। 


বিশাখাপত্তনমের মাঠ প্রাথমিকভাবে ম্যাচের শুরুতে ব্যাটারদের স্বর্গরাজ্য। শুরুর দিকে ব্যাটারদের দাপট দেখা যাওয়াটাই তাই স্বাভাবিক। তবে সচরাচর ম্যাচ এগোলে স্পিনার এবং ফাস্ট বোলার, উভয়ই বিশাখাপত্তনমের মাঠে সহায়তা পেয়ে থাকেন। মাঠে এখনও পর্যন্ত দুইটি টেস্টই আয়োজিত হয়েছে। উভয় টেস্টেই প্রথমে ব্যাট করা দল দয় পেয়েছে। শুরুতেই ব্যাটিং সহায়ক পিচের লাভ তুলতে অধিনায়করা সচরাচর টস জিতলে এখানে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিয়ে থাকেন।


ভারতীয় দলের এই স্টেডিয়ামে রেকর্ডও দুরন্ত। উভয় টেস্টেই টিম ইন্ডিয়া জয় পেয়েছে। গত টেস্টে উভয় ইনিংসে রোহিত শর্মার শতরানে ভর করে ভারত দক্ষিণ আফ্রিকাকে ২০৩ রানের সুবিশাল ব্যবধানে পরাজিত করেছিল। ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত ম্যাচে বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ২৪৬ রানের ব্যবধানে জয় পায়। এবারও কি টিম ইন্ডিয়া বড় ব্যবধানে জয় পাবে, সেটাই দেখার অপেক্ষায় সকলে।