বিশাখাপত্তনম: দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১০৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত (Team India)। সিরিজ এখন ১-১। বাকি তিন টেস্টের ওপর নির্ভর করে রয়েছে সিরিজের ফয়সালা। তবে বিশাখাপত্তনমে ইংল্যান্ডকে হারিয়েও আত্মতুষ্ট হতে নারাজ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ভারতীয় দলের কোচ জানিয়েছেন, বাকি তিন ম্যাচেও অগ্নিপরীক্ষা দিতে হবে তাঁদের।


বিশাখাপত্তনমে টেস্ট ম্যাচের পর দ্রাবিড় বলেছেন, 'দারুণ টেস্ট ম্যাচ হল। দুটি ম্যাচই খুব ভাল হয়েছে। ঘুরে দাঁড়িয়ে ভাল লাগছে। আমাদের ওপর চাপ তৈরি করা হয়েছিল। কয়েকটা ব্যক্তিগত পারফরম্যান্স আমাদের প্রথম দুদিন ভাল জায়গায় রেখেছিল। যশস্বীর ২০৯ রানের ইনিংস ও বুমরার স্পেল ম্যাচের প্রথম দুদিন আমাদের এগিয়ে রেখেছিল। আমরা ১৪০ রানের লিড নিয়েছিলাম। তারপরের তিনদিনও আমাদের ভাল খেলতে হয়েছে ম্যাচ জেতার জন্য। এই ফলাফলে সন্তুষ্ট। যেভাবে সিরিজে পিছিয়ে পড়েছিলাম এবং কয়েকজন ক্রিকেটারকে না পাওয়ার পরেও এই ম্যাচে জিতে সমতা ফিরিয়েছি, তাতে খুশি। তবে বাকি তিন ম্যাচেও কঠিন লড়াই হবে। ভীষণ চ্যালেঞ্জিং এই সিরিজ।'


প্রতিপক্ষ হিসাবে ইংল্যান্ডকে যে কতটা সমীহ করছেন, জানিয়ে দিয়েছেন দ্রাবিড়। বলেছেন, 'ইংল্যান্ড (Englnad Cricket Team) দারুণ ক্রিকেট খেলেছে। এই ম্যাচেও ভাল ক্রিকেট খেলেছে। জানতাম এই সিরিজটা কঠিন হবে। অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে এসেছে ওরা। তিন-চারজনের প্রায় একশোটি করে টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। একজন তো একশোর বেশি টেস্ট খেলে ফেলেছে। আর একজনের এই সিরিজেই একশো টেস্ট হয়ে যাবে।'


শুভমন গিল (Shubman Gill) বেশ কয়েকটি ম্যাচ পরে রান পেয়েছেন। বিশাখাপত্তনমে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন পাঞ্জাবের ক্রিকেটার। দ্রাবিড় বলেছেন, 'শুভমন এই টেস্টে খেলতে নেমেছিল বাইরের চাপ নিয়ে। তবে দলের ভেতরে সবাই ওর পাশে রয়েছে। এমনকী, সংক্ষিপ্ত কেরিয়ারে ও চট্টগ্রামে সেঞ্চুরি করেছে, আমদাবাদে সেঞ্চুরি করেছে। ওর দক্ষতা আমরা জানি। কারও ওপর প্রত্যাশা বেশি থাকলে চাপ থাকবেই। অনেক সময় পার্টনারশিপ তৈরি করেছে। ও হতাশ হবে আরও বড় রান না পেয়ে। খুব খুশি ও যেভাবে নিজেকে মেলে ধরেছে। ওর মনোভাব, পরিশ্রম ক্ষমতা, সাফল্যের খিদে, তিন ফর্ম্যাটেই খেলার ইচ্ছে আমাদের ভাল লাগে। কী-ই বা বয়স ওর। ২২-২৩ বছরের ক্রিকেটার। তিন ফর্ম্যাটেই আমাদের ভরসা হয়ে উঠেছে।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।