রাজকোট: জমে উঠেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। প্রথম টেস্টে বাজ়বলের সামনে আত্মসমর্পণ করেছিল ভারতীয় দল। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। রাজকোটে (Rajkot Test) তৃতীয় টেস্ট তাই বাড়তি গুরুত্ব পেয়ে যাচ্ছে। আর সেই ম্যাচে এক মাইলফলক স্পর্শ করবেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। এই টেস্টই ইংরেজ অলরাউন্ডারের একশোতম টেস্ট ম্যাচ।
তবে রাজকোটে মাঠে নামার আগে চাপে ইংরেজরা। হাঁটুর চোটের কারণে দ্বিতীয় টেস্টে ভারতের বিরুদ্ধে খেলতে পারেননি দলের অন্যতম স্পিন ভরসা। এবার সেই চোটের কারণেই গোটা সিরিজ় থেকেই ছিটকে গিয়েছেন তারকা ইংল্যান্ড (England Cricket Team) স্পিনার জ্যাক লিচ (Jack Leach)। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে লিচের সিরিজ় থেকে ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করা হয়। তবে লিচ সিরিজ় থেকে তাঁর বদলি হিসাবে কোনও খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি ইংল্যান্ড।
হায়দরাবাদে প্রথম টেস্টের সময়ই চোট পান ইংল্যান্ডের স্পিনার। বিশাখাপত্তনমে তাঁকে ছাড়াই ম্যাচে নেমেছিল ইংল্যান্ড। ম্যাচ হারতে হলেও টম হার্টলিরা বল হাতে বেশ প্রভাবিতই করেন। দলের সবথেকে অভিজ্ঞ স্পিনারের অনুপস্থিতিতে হার্টলি, শোয়েব বশির ও রেহান আমেদের ত্রিফলা স্পিন আক্রমণের উপর আস্থা রাখছে ইংল্যান্ড ম্যানেজমেন্ট। অন্তত লিচের বদলি হিসাবে কাউকে না ডাকা সেই দিকেই ইঙ্গিত করে। অবশ্য এই তিন স্পিনার বাদেও প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জো রুট ইংল্যান্ডের চতুর্থ স্পিন বিকল্প। নিজের অফ স্পিন বোলিংয়ে কিন্তু অতীতে ভারতের মাটিতে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে রুটের।
ভারতীয় শিবিরও পাচ্ছে না তাদের সেরা ব্যাটারকে। ভারত-ইংল্যান্ডের (IND vs ENG) পাঁচ টেস্টের জমাটি লড়াই। সিরিজের ফয়সালার জন্য বাকি তিন টেস্টের ফলাফলের দিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। আর প্রথম দুই টেস্টের মতো বাকি তিন টেস্টেও খেলবেন না বিরাট কোহলি! ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন কিংগ কোহলি। জেমস অ্যান্ডারসন বনাম কোহলি দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।