রাজকোট: ঘরোয়া ক্রিকেট, রঞ্জিতে গুচ্ছ গুচ্ছ রান। কিন্তু এরপরও কেন সুযোগ মিলছে না জাতীয় দলে। এই প্রশ্ন উঠছিল তাঁকে নিয়ে। নির্বাচকরাও চাপে পড়ে গিয়েছিলেন। অবশেষে সরফরাজ খান ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্য়াচের আগে দলে ঢুকে পড়েছিলেন। তবে একাদশে সুযোগ মেলেনি। তবে এবার সুযোগ মিলতে পারে এই তরুণের। তৃতীয় টেস্ট থেকেও ছিটকে গিয়েছেন কে এল রাহুল। আর এরপরই জাতীয় দলে একাদশে জায়গা করে নেওয়ার প্রবল দাবিদার হয়ে উঠছেন সরফরাজ। বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, ''কে এল রাহুল চোটের জন্য ছিটকে গিয়েছেন। ফলে সরফরাজ খান একাদশে ঢুকে পড়তে পারেন।''


রজত পাতিদারকে দলে নেওয়া হয়েছিল। বিরাট কোহলি প্রথম দুটো টেস্ট থেকে সরে দাঁড়ানোর পর তাঁকে দলে নেওয়া হয়েছিল। একাদশে সুযোগ পেয়েছিলেন। কিন্তু তা কাজে লাগাতে পারেননি তিনি। এদিকে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধেও ২৬ বছরের সরফরাজ ১৬১ রানের ইনিংস খেলেছিলেন।


শুধু সরফরাজই নন। ২৩ বছরের তরুণ উইকেট কিপার ব্যাটার ধ্রুব জুড়েলও তৃতীয় টেস্টে দলে ঢুকে যেতে পারেন। উত্তরপ্রদেশের ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছিল দ্বিতীয় টেস্টের আগেই। তবে কে এস ভরত নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় জুড়েলকে একাদশে দেখা যেতে পারে। 


উল্লেখ্য়, পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের প্রথম ম্য়াচে জয় এলেও দ্বিতীয় ম্য়াচে হারতে হয়েছে স্টোকসদের (Ben Stokes)। তবে মাঠের বাইরের সমস্যা যেন বারবার জর্জরিত হতে হচ্ছে ইংল্যান্ড শিবিরকে।  প্রথম টেস্টের আগে ভিসা সমস্যা ভুগিয়েছিল ইংল্যান্ডের স্পিনার শোয়েব বসিরকে। দ্বিতীয় টেস্টের আগে অবশ্য ভারতে পা রাখেন তিনি। বিশাখাপত্তনমে মাঠেও নেমেছিলেন। তবে দ্বিতীয় টেস্টে খেলার সময় চোট পান ইংল্যান্ডের স্পিনার জ্যাক লিচ। সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন তিনি। এবার রাজকোট টেস্টের আগে ভিসা সমস্যায় ইংল্যান্ডের আরও এক তরুণ স্পিনার রেহান আহমেদ। সূত্রের খবর, ইংল্যান্ডের এই তরুণ স্পিনারকে সিঙ্গেল-এন্ট্রি ভিসার জন্য রুখে দেওয়া হয়। যদিও পরে কথাবার্তা বলে সমস্যার সমাধান করা হয়।


নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা জানিয়েছেন,  ''গোটা ইংল্যান্ড ক্রিকেট দলকে আবার বলা হয়েছে ভিসা প্রসেস করতে যেটা আগামী দুদিনের মধ্যে হবে। যদিও সেই ক্রিকেটারকে ভারতে প্রবেশ করতে দেয়া হয়েছে দলের সঙ্গে এবং মঙ্গলবার ও অনুশীলন যোগও দেবে।''