রাজকোট: গতকাল পিঠের ব্যথায় যখন মাঠ ছেড়েছিলেন তখন তাঁর নামের পাশে অপরাজিত ১০৪ রান। আজ ভারতের ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করার সময় যখন মাঠ ছাড়লেন তখন তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে অপরাজিত ২১৪। হায়দরাবাদের পর রাজকোট। একই টেস্ট সিরিজে দ্বিতীয় দ্বিশতরান হাঁকালেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। অন্য়দিকে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান হাঁকালেন অভিষেককারী সরফরাজ (Sarfaraz Khan)। ৬৮ রানে অপরাজিত থাকলেন তিনি। ভারতের স্কোর দ্বিতীয় ইনিংসে ৪৩০/৪ যখন, তখন রোহিত শর্মা ইনিংস ডিক্লেয়ার করার কথা ঘোষণা করেন। অর্থাৎ আজকের দিনের বাকি সময়টা আর কাল গোটা দিন। বুমরা, সিরাজদের সামনে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে স্টোকস বাহিনী, তা নিয়ে সংশয় রয়েছে।
এদিন মধ্য়াহ্নভোজের বিরতিতে যখন ড্রেসিংরুমে ফিরে গিয়েছিলেন জয়সওয়াল ও সরফরাজ তখন ভারতের স্কোর ছিল ৪১৪/৪। মূলত যে যশস্বীর দ্বিশতরানের জন্যই অপেক্ষা করছিল টিম ম্য়ানেজমেন্ট তা পরিষ্কার হয়ে গিয়েছিল। মধ্যাহ্নভোজের পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন বাঁহাতি ভারতীয় ওপেনার। অ্য়ান্ডারসনের মত বোলারকে এক ইনিংসে ২১ রান দেন। এক ইনিংসে বিশ্ব ক্রিকেটে সর্বাধিক ছক্কার সংখ্যা ১২। এদিন তা ছুঁয়ে ফেললেন যশস্বী। এমনকী ভারতের হয়ে সংখ্যাটা ছিল এতদিন সর্বাধিক ৮। যা ১৯৯৪ সালে করেছিলেন নভজ্যোৎ সিংহ সিধু ও ২০১৯ সালে করেছিলেন ময়ঙ্ক আগরওযাল। এবার তাঁদের ছাপিয়ে গিয়ে শীর্ষে পৌঁছে গেলেন জয়সওয়াল।
অন্যদিকে প্রথম ইনিংসে অর্ধশতরান হাঁকিয়েছিলেন সরফরাজ খান। শতরানের পথে ঠিকঠাকই এগোচ্ছিলেন। কিন্তু জাডেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে ৬২ রান করে আউট হয়ে গিয়েছিলেন। এদিন ব্যাট করতে নেমে আর রান আউটের কোনও সম্ভাবনাই তৈরি করেননি তিনি। বেশ বুঝে বুঝে রান নিচ্ছিলেন। ধীরে ধীরে নিজের ইনিংসকে সাজিয়ে তুলছিলেন। একই সঙ্গে ডেবিউ ম্য়াচে দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান পূরণ করেন ফেললেন। ৭২ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। হাঁকান ৬টি বাউন্ডারি ও ৩টি ছক্কা।
ভারত এই ম্য়াচে একেবারেই চালকের আসনে। প্রথম ইনিংসে দ্বিতীয় দিনে ভারতের কাছে একজন বোলারের অভাব ছিল। কিন্তু রবিচন্দ্রন অশ্বিন দলের সঙ্গে যোগ দিচ্ছেন। সেক্ষেত্রে ইংল্যান্ডের চাপ কিন্তু অবশ্যই আরও বাড়ল।