রাঁচি: চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের চা পানের বিরতির আগেই ৪ উইকেট খুঁইয়ে কিছুটা চাপে ভারত। মধ্যাহ্নভোজের আগে রোহিতের উইকেট হারিয়েছিল ভারত। চা পানের বিরতির আগে সেট হয়ে যাওয়া গিল, পাতিদার ও জাডেজার উইকেট হারাল টিম ইন্ডিয়া। বল হাতে একাই তিন উইকেট নিলেন শোয়েব বসির। এখনও ভারত ২২২ রানে পিছিয়ে প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে। তবে একদিনে উইকেট হারালেও অন্যদিকে কেরিয়ারের আরও একটি অর্ধশতরান হাঁকালেন যশস্বী জয়সওয়াল। তাঁর সঙ্গে ক্রিজে আছেন সরফরাজ খান।


এর আগে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৫৩ রানে অল আউট হয়ে যায় এদিন সকালে। গতকাল ৩০২/৭ থেকে খেলা শুরু করেছিলেন ইংল্যান্ড। শতরান হাঁকিয়ে ক্রিজে ছিলেন জো রুট। তাঁর সঙ্গে অপরাজিত ছিলেন ওলি রবিনসন। এদিন সকালে নিজের টেস্ট কেরিয়ারের প্রথম অর্ধশতরান পূরণ করেন রবিনসন। কিন্তু জাডেজার সামনে একের পর এক তিন ইংরেজ ব্যাটার আত্মসমর্পন করেন। গতকাল ১ উইকেট নিয়েছিলেন। স্টোকসকে ফিরিয়েছিলেন। এদিন সকালে দ্রুত রবিনসন, শোয়েব বসির ও অ্যান্ডারসনক ফিরিয়ে দেন জাডেজা। রুট ১২১ রানে অপরাজিত থেকে যান। 


জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ রানের মাথায় রোহিত শর্মা আউট হয়ে যান বেন ফোকসের হাতে ক্যাচ দিয়ে। তাঁকে ফিরিয়ে দেন জেমস অ্যান্ডারসন। এরপর অবশ্য গিলের সঙ্গে জুটি বাঁধেন জয়সওয়াল। তৃতীয় উইকেটে জুটি বেঁধে ৮২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। এরপর গিলকে ফিরিয়ে দেন শোয়েব বসির। লেগবিফোর হয়ে ফিরে যান গিল। রড টাকার ছিলেন আম্পায়ার। আম্পায়ার্স কলেই প্যাভিলিয়নে ফিরতে হয় তরুণ ভারতীয় ব্যাটারকে। এরপর রজত পাতিদার এসে জুটি বাঁধেন জয়সওযালের সঙ্গে। কিন্তু ব্যক্তিগত ১৭ রানের মাথায় তিনিও প্যাভিলিয়নে ফিরে যান ফের লেগবিফোর হয়ে। এরপর চা পানের বিরতির ঠিক আগে প্যাভিলিয়নে ফেরেন জাডেজা। তিনিও বসিরের বলে পোপের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। 


একদিকে উইকেট পড়লেও যশস্বী ছিলেন নিজের মেজাজেই। চলতি সিরিজে দুটো দ্বিশতরান চলে এসেছে জয়সওয়ালের ব্যাট থেকে। এবার চতুর্থ টেস্টের প্রথম ইনিংসেও অর্ধশতরান হাঁকালেন যশস্বী। চা পানের বিরতিতে যাওয়ার সময় ৫২ রানে অপরাজিত ছিলেন জয়সওয়াল। উল্লেখ্য, গত ম্য়াচে রাজকোটে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ২১৪ রানের দুরন্ত ইনিংমস খেলেছিলেন জয়সওযাল। মূলত তাঁর ইনিংসের সৌজন্যেই ম্য়াচে অনেকটা এগিয়ে গিয়েছিল ভারত।