মুম্বই: ইংল্যান্ডের (IND vs ENG) বিরুদ্ধে টেস্ট সিরিজে দুরন্ত পারফরম্যান্স। যার সৌজন্যে এবার টেস্ট ক্রিকেটে অলরাউন্ডারদের ক্রমতালিকায় এগোলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja), রবিচন্দ্রন অশ্বিন (Rasvichandran Aswin) ও অক্ষর পটেল (Axar Patel)। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে প্রথম চারটি স্থানের মধ্যে তিনটি স্থানেই রয়েছেন ভারতের এই তিন ক্রিকেটার। সবার আগে এই তালিকায় শীর্ষে রয়েছেন রবীন্দ্র জাডেজা। ব্যাট হাতে শতরান হাঁকিয়েছেন সিরিজে। বল হাতেও প্রতি ম্য়াচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। রাঁচি টেস্টের প্রথম ইনিংসে জাডেজা ৪ উইকেট তুলে নিয়েছেন। এই মুহূর্তে পয়েন্টের নিরিখে ৪৬৯ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছেন তিনি। তাঁর পর দ্বিতীয় স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। চলতি সিরিজেই নিজের পাঁচশো টেস্ট উইকেটের মাইলস্টোন স্পর্শ করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১০০ উইকেটও ঝুলিতে পুরেছেন। তাঁর দখলে রয়েছে ৩৩০ পয়েন্ট। অর্থাৎ প্রথম ও দ্বিতীয় স্থানের মধ্যেও বিস্তর ফারাক রয়েছে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। যদিও অশ্বিনের থেকে মাত্র ১০ পয়েন্টই পিছিয়ে রয়েছেন তিনি। তাঁর ঝুলিতে ৩২০ পয়েন্ট। ভারতের আরেক অলরাউন্ডার অক্ষর পটেল ২৮১ পয়েন্ট নিয়ে এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন।


 






রাঁচিতে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টে প্রথম দিনের শেষে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ৩০২ রান তুলে নিয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় দিনে অবশ্য বেশি রান বোর্ডে যোগ করতে পারেনি তারা। ৩৫৩ রানে অল আউট হয়ে যায় বেন স্টোকসের দল। অর্ধশতরান পূরণ করে জাডেজার শিকার হন ওলি রবিনসন। অন্যদিকে গতকাল শতরান পূরণ করার পর এদিন ১২১ রানে অপরাজিত থেকে যান জো রুট। ভারতের হয়ে গতকাল অভিষেকেই তিন উইকেট নিয়েছিলেন আকাশ দীপ। এদিন যদিও তাঁকে বেশি ওভার দেননি রোহিত শর্মা। শুরুতে একটি ওভালে রবিনসন তাঁকে তিনটি বাউন্ডারি হাঁকান। এরপরই ভারত অধিনায়ক জাডেজাকে আক্রমণে নিয়ে আসেন। আর তাতেই কাজে দেয়। প্রথমে রবিনসন ও পরে শোয়েব বসির ও জেমস অ্য়ান্ডারসনকে ফিরিয়ে দেন ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার। সিরিজে এই মুূহূর্তে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।