বার্মিংহ্যাম: ব্যাট হাতে তিনি ধারাবাহিকতা দেখাতে পারেন না বলে অনেকে অভিযোগ করেন। কেউ কেউ এ-ও বলেন যে, তাঁকে নিয়ে অহেতুক নাচানাচি করা হয়। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মতো কিংবদন্তিরা বারবার তাঁর হয়ে জোরাল সওয়াল করেছেন।


কেন সৌরভের মতো জহুরিরা তাঁকে নিয়ে এত আশাবাদী, ফের একবার প্রমাণ করে দিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে ঝোড়ো সেঞ্চুরি করলেন পন্থ। বিদেশের মাটিতে টেস্টে চাপের মুখে বড় ইনিংস খেলাকে যিনি অভ্যাসে পরিণত করেছেন। ৮৯ বলে সেঞ্চুরি করলেন পন্থ। তাঁর ইনিংস লড়াইয়ে রাখল ভারতকেও (Ind vs Eng)।


শুক্রবার তিনি যখন ব্যাট করতে নামেন, ৭১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত। একে রোহিত শর্মা, কে এল রাহুলরা নেই। তার ওপর ফিরে গিয়েছেন বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা। বল হাতে আগুন ঝরাচ্ছেন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ম্যাথু পটসরা। ক্রিজে গিয়ে পাল্টা মারের কৌশল নেন পন্থ। আগ্রাসী ব্যাটিং যাঁর স্বভাবজাত। 



ইংরেজ বোলারদের দাপটের মধ্যে এজবাস্টনে পাল্টা লড়াই করতে শুরু করেন ঋষভ পন্থ (Rishabh Pant)। সঙ্গী রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ৫১ বলে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন রুরকির বাঁহাতি ব্যাটার। হাফসেঞ্চুরির পর তিনি যেন আরও আগ্রাসী ব্যাটিং শুরু করেন। পরের ৩৮ বলে ৫০ রান করেন। সব মিলিয়ে সেঞ্চুরি করার পথে ১৬টি চার ও একটি ছক্কা মারেন পন্থ। যিনি এই টেস্টে ভারতীয় দলের সহ-অধিনায়কও নির্বাচিত হয়েছেন।


আরও পড়ুন: কোহলিরা যে মাঠে টেস্ট খেলছেন, সেটাই হতে চলেছে ক্রুণালের ঘরের মাঠ, কীভাবে ?