বার্মিংহ্যাম: ইংরেজ বোলারদের দাপটের মধ্যে এজবাস্টনে পাল্টা লড়াই করছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। সঙ্গী রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ঝোড়ো হাফসেঞ্চুরি করলেন পন্থ। ৫১ বলে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন রুরকির বাঁহাতি ব্যাটার। সঙ্গে ৩২ রানে অপরাজিত জাডেজা। এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের প্রথম দিনের চা পানের বিরতির সময় ভারতের স্কোর ১৭৪/৫।


এজবাস্টনে সুযোগ কাজে লাগাতে পারলেন না বিরাট কোহলি (Virat Kohli)। ফের ব্যাট হাতে ব্যর্থ তিনি। একসময় যাঁর ব্যাট হাতে দাপট গোটা বিশ্বের তাবড় বোলারদের সম্ভ্রম আদায় করে নিয়েছিল। ক্রিকেট বিশ্ব তাঁর নামকরণই করে ফেলেছিল, কিং কোহলি। কিন্তু কোহলির ব্য়াটে রানের খরা কাটল না। ইংল্যান্ডের বিরুদ্ধে (Ind vs England) এজবাস্টনে মাত্র ১১ রান করে ফিরলেন কোহলি। ক্রিজে তাঁর ইনিংস স্থায়ী হয়েছিল মাত্র ১৯ বল।


সবচেয়ে বড় কথা, ইংল্যান্ডের ডানহাতি পেসার ম্য়াথু পটসের (Matthew Potts) বল খেলবেন, নাকি ছাড়বেন, সেটা ভাবতে ভাবতেই আউট হন কোহলি। অফস্টাম্পের সামান্য বাইরের বল প্রথমে খেলবেন ভেবেও পা বাড়িয়ে শেষ মুহূর্তে ছেড়ে দিতে গিয়ে ব্যাটের কানায় লাগান কোহলি। বল গিয়ে তাঁর স্টাম্প ভেঙে দেয়। বোল্ড হয়ে যান কোহলি।


এজবাস্টনে টেস্টের প্রথম সেশনে দাপট দেখান অ্যান্ডারসন। তাঁর বলের বিষাক্ত স্যুইংয়ে ঘায়েল ভারতের ওপেনাররা। শুভমন গিল (Shubhman Gill) ২৪ বলে ১৭ রান করে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। স্কোরবোর্ডে তখন মাত্র ২৭ রান উঠেছে। এরপরই ফেরেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। যাঁকে দিয়ে এই ম্যাচে ইনিংস ওপেন করাচ্ছে ভারত। নিয়মিত ওপেনার কে এল রাহুল (KL Rahul) ও রোহিত শর্মা (Rohit Sharma), কেউই এই ম্যাচে না খেলায়। কাউন্টি ক্রিকেটে দুরন্ত ছন্দে ছিলেন পূজারা। কিন্তু শুক্রবার অ্যান্ডারসনের বিরুদ্ধে তিনি দাঁড়াতে পারলেন না। ৪৬ বলে ১৩ রান করে ফিরে যান পূজারা। লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ছিল ৫৩/২।


লাঞ্চের পর অল্প রানে ফেরেন কোহলি, হনুমা বিহারি (২০) ও শ্রেয়স আইয়ার (১৫)।


আরও পড়ুন: দুর্গাপুজোর পরই শুরু আইএসএল? বৈঠকে কী ইঙ্গিত?