রঞ্জিত সাউ, কলকাতাঃ শুক্রবার রথ যাত্রার দিনে ৯৪ বর্ষে পদার্পণ করল কাঁকুড়গাছি যুবকবৃন্দ। 'রূপান্তর' হল তাঁদের চলতি বছরের পুজোর থিম। আজ ৯৪ তম বর্ষে পা রাখলো কাঁকুড়গাছি যুবকবৃন্দ। এবারের কাকুরগাছির পুজোর থিম হল 'রূপান্তর।' অর্থাৎ ট্রান্সজেন্ডারদের নিয়ে তাঁদের এবারের চিন্তাভাবনা। তাঁদের মাথায় রেখেই হবে এবছর পুজোর থিম করা হবে বলে কাঁকুড়গাছি যুবকবৃন্দ ঠিক করে। তাই এদিন রথ যাত্রার শুভদিনেই চলতি বছরের খুঁটি পুজোর মধ্য দিয়ে শুভ উদ্ভোদন করল কাঁকুড়গাছি যুবকবৃন্দ।


আরও পড়ুন, 'জগন্নাথের কৃপায় বেঁচে গেছি', রথ যাত্রার দিনেই দুর্ঘটনায় শুভেন্দুর কনভয় !


'রূপান্তর'-র থিমে উচ্ছ্বাসে ভেসে উঠল কাঁকুড়গাছি যুবকবৃন্দ


রথযাত্রায় এদিন 'রূপান্তর'-র থিমে উচ্ছ্বাসে ভেসে উঠল কাঁকুড়গাছি যুবকবৃন্দ। দেখতে দেখতে প্রায় ১০০ ছুঁইছুই এই ক্লাব। এবারের কাকুরগাছির পুজোর থিম হল 'রূপান্তর।' অর্থাৎ ট্রান্সজেন্ডারদের নিয়ে এবারের রথযাত্রায় তাঁদের মূল ভাবনা। প্রসঙ্গত, ট্রান্সজেন্ডারদের সমাজের মূল স্রোতে ফেরাতে এখন এগিয়ে এসেছে সরকার। শিক্ষা থেকে শুরু করে সামাজিক সকল অধিকারগুলি যাতে যার পায়, তা নিয়ে এখন সক্রিয় প্রশাসন। ভর্তির আবেদন ফর্মে এখন বিশ্ব বিদ্যালয়গুলিও পুরুষ, নারী এই পরিচয়ের পাশাপাশি রূপান্তরকামী অর্থাৎ তৃতীয় লিঙ্গ পরিচয় দেওয়ার জন্য জায়গা রেখেছে।


 মাস্ক, স্যানিটাইজারের যথাযথ ব্যবস্থা


কাঁকুড়গাছি যুবকবৃন্দ পক্ষ থেকে গত দু বছরের ন্যায় এবছরেও নিজেদের এবং অন্যদের সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখে  মাস্ক, স্যানিটাইজার সবকিছুর যথাযথ ব্যবস্থা করা হয়েছে। কাকুড়গাছিতে আজকের রথযাত্রায় খুঁটি পুজোর মধ্য দিয়ে শুভ উদ্ভোদন করল কাঁকুড়গাছি যুবকবৃন্দ। এই অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন বেলেঘাটা বিধানসভার বিধায়ক পরেশ পাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রসঙ্গত, দীর্ঘ কোভিড সময়ের জটিলতা পেরিয়ে এখন কিছু স্বাভাবিক শহর। নতুন করে কোভিড ছড়ালেও তা আগের মতো আশঙ্কাজন পরিস্থিতিতে পৌঁছয়নি। তাই এবারের রথ যাত্রায় মনে সুখেই অংশ নিল মহানগর তথা সারা বাংলা। এদিন সকাল থেকেই ধুমধাম করে মহা সাড়ম্বরে চলছে রাজ্য জুড়ে রথ যাত্রা।