হায়দরাবাদ: একদিকে বাজবল। অন্যদিকে ঘূর্ণিপাক। হায়দরাবাদে ভারত-ইংল্যান্ড টেস্টের প্রথম দিনেই জমে উঠেছে ক্রিকেটীয় লড়াই।


টস জিতে নিজামের শহরে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। তখন মনে করা হয়েছিল, প্রথম ইনিংসে ব্যাট করার পুরোপুরি ফায়দা তুলবে ইংল্যান্ড। কিন্তু অন্যরকম ভেবেছিলেন ভারতীয় বোলাররা। পেসাররা দাগ কাটতে পারেননি। তবে স্পিনাররা আসতেই বদলে গেল ম্যাচের রং। লাঞ্চের আগে খেলা হয়েছে ২৮ ওভার। তার মধ্যে ২০ ওভার স্পিনারদের। আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা ৮ ওভার করে বল করেছেন। ৪ ওভার বল করেছেন অক্ষর পটেল। প্রথম সেশনে ৩ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। তিনটিই স্পিনারদের নেওয়া। জোড়া উইকেট অশ্বিনের। এক উইকেট জাডেজার।


তার পরেও অবশ্য ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেট থামছে না। প্রথম সেশনেই একশো পেরল ইংল্যান্ডের স্কোর। ২৮ ওভারের শেষে ১০৮/৩ তুলেছে ইংল্যান্ড।


ইংল্যান্ডের শুরুটা অবশ্য ভাল হয়েছিল। দুই ওপেনার ১১.৫ ওভারে ৫৫ রান যোগ করেন। দুই ওপেনারের মধ্যে বেন ডাকেট ছিলেন বেশি বিধ্বংসী মেজাজে। মাত্র ৩৯ বলে ৩৫ রান করেন। তাঁকে ফিরিয়ে ইংরেজ শিবিরে প্রথম ধাক্কাটা দেন অশ্বিন। তিন নম্বরে নামা অলি পোপকে (১ রান) ফিরিয়ে দেন রবীন্দ্র জাডেজা। অশ্বিনের বলে ফেরেন আরেক ওপেনার জ্যক ক্রলি (২০ রান)। লাঞ্চ ব্রেকে ওভার প্রতি প্রায় চার রান করে তোলে ইংল্যান্ড।


দেশের মাটিতে ইংল্যান্ডকে যে স্পিন ফলায় বিদ্ধ করতে চাইবে ভারত (IND vs ENG), সেই কৌশলের আগাম আঁচ ছিলই। তবে হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় স্পিন বোলিং বিভাগ দেখে অনেকে অবাক। আর অশ্বিন, রবীন্দ্র জাডেজার সঙ্গে সেখানে তৃতীয় স্পিনার হিসাবে খেলানো হচ্ছে অক্ষর পটেলকে। দুরন্ত ছন্দে থাকা কুলদীপ যাদবের জায়গা হয়নি একাদশে। কিন্তু কেন? জাডেজার পাশাপাশি আর একজন বাঁহাতি স্পিনার কেন? কেন চায়নাম্যান স্পিনার কুলদীপকে খেলিয়ে বৈচিত্র্য বাড়ানো হল না, প্রশ্ন উঠছে।


তবে রোহিত শর্মা ম্যাচের আগের দিনই ইঙ্গিত দিয়েছিলেন, খেলানো হতে পারে অক্ষরকে। কুলদীপকে নয়। কেন? রোহিত বলেছিলেন, 'কুলদীপ এক্স ফ্যাক্টর দেয় ওর বোলিং দিয়ে। বিশেষ করে সম্প্রতি ও যেরকম বল করছে। উইকেটে বাউন্স থাকুক বা না থাকুক, ওর বলে এত বৈচিত্র যে, ফ্যাক্টর হতেই পারে। এখন অনেক পরিণত হয়েছে কুলদীপ। অশ্বিন ও জাডেজা থাকায় ভারতের মাটিতে বেশি টেস্ট ক্রিকেট খেলতে পারেনি। আমাদের মিডল অর্ডারেও এরকম অভিজ্ঞতা হয়েছে অনেকের। যারা অনেক দেরিতে সুযোগ পেয়েছি। সেটাই বাস্তব। তবে বছর দুয়েক আগে কুলদীপ যা ছিল, তার চেয়ে এখন অনেক ভাল বোলার।'


আরও পড়ুন: বাবার আকস্মিক মৃত্যুর ধাক্কা, অবসাদ কাটিয়ে ২২ গজে লড়াই, সূর্যোদয়ের স্বপ্ন দেখছে বাংলা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে