হায়দরাবাদ: ভারতের (IND vs ENG) বিরুদ্ধে প্রথম টেস্টের আগে ফের ধাক্কা খেল ইংল্যান্ড (England Cricket Team) শিবির। দেশে ফিরতে হল দলের তরুণ তুর্কিকে। সামারসেটের হয়ে খেলা ২০ বছর বয়সি অফস্পিনার শোয়েব বাশির (Shoaib Bashir) দুরন্ত ঘরোয়া মরশুমের পর এই ভারত সফরেই প্রথমবার ইংল্যান্ডের জাতীয় দলে ডাক পেয়েছেন। ইংল্যান্ড দলের সঙ্গে আবু ধাবিতে প্রস্তুতি শিবিরেও ছিলেন তিনি। তবে যেখানে বাকি ইংল্যান্ড দল রবিবার ভারতে চলে এসেছে, সেখানে ভিসা সমস্যায় আটকে গিয়েছে বাশিরের ভারত আগমন। এর জেরে তিনি যে প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন না, তা কার্যত নিশ্চিত। 


বাশিরের পরিস্থিতি দেখে সহানুভূতিশীল রোহিত শর্মা (Rohit Sharma)। ভারত অধিনায়ক বলেছেন, 'আমি ওর অনুভূতি বুঝতে পারছি। প্রথমবার ইংল্যান্ডের হয়ে খেলতে ভারতে আসছিল। কারও পক্ষেই ব্যাপারটা সহজ না। আমাদের দলের কেউও যদি ভিসা সমস্যায় ইংল্যান্ডে যেতে না পারত তাহলে খারাপ লাগত। তবে আমি ভিসা অফিসে বসি না তাই বিস্তারিত বলতে পারব না। আশা করছি দ্রুত ও ভারতে আসতে পারবে আর খেলতে পারবে।'


বাশিরের জন্ম ইংল্যান্ডে হলেও, তাঁর পূর্বপুরুষরা পাকিস্তানি। সেই কারণেই তাঁর ভারতের ভিসা পেতে এত দেরি হচ্ছে বলে মনে করা হচ্ছে। বাকিদের সঙ্গে তাঁর ভিসার আবেদনপত্রও গত মাসেই পাঠিয়ে দেওয়া হয়। তবে তিনি এখনও ভিসা পাননি। এই বিষয়ে কথা বলতে গিয়ে সোমবার ইংল্যান্ড কোচ ব্র্যান্ডন ম্যাকালাম (Brendon McCullum) বলেছিলেন, 'কিছু কিছু জিনিসপত্রে সময় তো লাগেই। তাই না? সকলেই নিজের সাধ্যমতো চেষ্টা করছেন এবং আমরা ধারণা খুব দ্রুতই এর সমাধান পাওয়া যাবে।'


ইংল্যান্ডের টেস্ট দলের মাত্র দুই ক্রিকেটার এর আগে ভারতের মাটিতে টেস্ট খেলেছেন। জেমস অ্যান্ডারসন ও জ্যাক লিচ। বিপক্ষ শিবিরের এই অনভিজ্ঞতা কি সুবিধা দেবে ভারতকে? রোহিতের গলায় অবশ্য সতর্কতা। বলছেন, 'মার্ক উডও রয়েছে। টেস্ট না খেললেও ভারতে প্রচুর ক্রিকেট খেলেছে। আইপিএলে খেলেছে, ওয়ান ডে খেলেছে। তবে অন্যরাও রয়েছে। স্পিনাররা আছে। ওদের বোলিংকে উপেক্ষা করা যায় না। ওদের বোলিংয়ের সঙ্গে আমাদের ব্যাটিংয়ের এবং আমাদের বোলিংয়ের সঙ্গে ওদের ব্যাটিংয়ের ভাল লড়াই হবে।'


আরও পড়ুন: বাবার আকস্মিক মৃত্যুর ধাক্কা, অবসাদ কাটিয়ে ২২ গজে লড়াই, সূর্যোদয়ের স্বপ্ন দেখছে বাংলা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে