বিশাখাপত্তনম: ভারতের মাটিতে কোনও টেস্ট ম্যাচ মানেই অবধারিতভাবে পিচ নিয়ে প্রশ্ন তুলবে সফরকারী দল। কেন ঘূর্ণিপাকে ফেলা হচ্ছে, ওঠে সেই প্রশ্ন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মতো কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক তো বলেই দিয়েছেন, ভারতের হাতে যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, মুকেশ কুমারদের মতো পেসার থাকায় স্পিনিং ট্র্যাকের দরকারই নেই। যে কোনও পিচ থেকেই বিপক্ষের ২০টি উইকেট তুলে নিতে পারেন যাঁরা।
বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে হারানোর পর পিচ নিয়ে বিতর্ককে মাঠের বাইরে ফেললেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ও। তিনি সাংবাদিক বৈঠকে সাফ জানিয়ে দিলেন, 'আমরা টার্নার চাই না। কিউরেটর পিচ বানান। ভারতে টেস্টে ৪-৫ দিনের মাথায় বল ঘোরে। আমাদের হাত নেই। কখনও আমাদের বলা হয় তৃতীয় দিন থেকে বল ঘুরবে আর দেখা যায় প্রথম দিন থেকে বল ঘুরছে। কখনও আবার বলা হয় দ্বিতীয় দিন থেকে বল ঘুরবে অথচ চার দিনের মাথাতেও বল ঘোরে না। আমরা সেরা ক্রিকেট খেলার চেষ্টা করি। যেরকম পিচই হোক না কেন।'
দলের খেলায় যে এখনও ভুল ত্রুটি রয়েছে, স্বীকার করে নিয়েছেন দ্রাবিড়। বলেছেন, 'ইতিবাচক খেলতে হলে কয়েকটা ভুল হবে। কয়েকটা ইনিংস ভাল শুরু হয়ে বড় ইনিংসে পরিণত হবে না। আগ্রাসী ও রক্ষণাত্মক ক্রিকেটের মধ্যে একটা ভারসাম্য দেখাতে হবে। দুই ইনিংসেই মনে হয়েছে আরও রান করতে পারত। বিশেষ করে প্রথম ইনিংসে একজন ব্যাটার ডাবল সেঞ্চুরি করার পর সাড়ে চারশো তোলা উচিত ছিল। অন্তত ৭৫ রান কম করেছিলাম প্রথম ইনিংসে।'
পিঠের চোটে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের ঠিক আগে, আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে সিরিজে প্রত্যাবর্তন ঘটান। তারপর থেকে ধীরে ধীরে নিজের ছন্দ খুঁজে পেয়েছেন। বল হাতে বাইশ গজে ফের আগুন ঝরাচ্ছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে বল হাতে জ্বলে উঠলেন যশপ্রীত বুমরা। প্রথম ইনিংসে ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৩ শিকার। সব মিলিয়ে ৯ উইকেট নিয়ে ভারতের জয়ের ভিত তৈরি করে দিলেন বুম বুম বুমরা-ই। ম্যাচের সেরাও হয়েছেন তিনি।
সেই সঙ্গে ৯০ বছরের পুরনো একটি রেকর্ড ভেঙে দিলেন বুমরা। বিশাখাপত্তনমে ইংল্যান্ডের (IND vs ENG) বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ৯১ রানে ৯ উইকেট নিয়েছেন আমদাবাদের ডানহাতি ফাস্টবোলার। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতের মাটিতে এটাই কোনও ভারতীয় পেসারের করা সেরা বোলিং। এর আগে ১৯৩৪ সালে চেন্নাইয়ে এল অমর সিংহ ১৪১ রানে ৮ উইকেট নিয়েছিলেন। সেটাই এতদিন পর্যন্ত ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্টে কোনও ভারতীয় বোলারের সেরা ফিগার। সেই রেকর্ড ভেঙে দিলেন বুমরা।
আরও পড়ুন: ইংরেজদের গুঁড়িয়ে দিয়েও দলকে সাবধান করে দিচ্ছেন গুরু দ্রাবিড়