কলকাতা: ওভাল টেস্টের প্রথম দিন এক সময় ভারতের স্কোর ছিল ১২৭/৭। যা দেখে অনেকেই ধরে নিয়েছিলেন, হেডিংলের পুনরাবৃত্তি হতে চলেছে। ফের ব্যাটিং বিপর্যয়ের কারণে ম্য়াচ হাতছাড়া হতে চলেছে বিরাট কোহলিদের।


কিন্তু অন্যরকম ভেবেছিলেন ভারতীয় দলের ক্রিকেটারেরা। সকলে মিলে ঠিক করে নিয়েছিলেন, বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়বেন না। ফলাফল যাই হোক না কেন, ইংল্যান্ডকে বুঝিয়ে দেবেন, হাড্ডাহাড্ডি লড়াই কাকে বলে!


সেই মরিয়া মনোভাবেই বাজিমাত। কোণঠাসা অবস্থা থেকে ওভালে নাটকীয় প্রত্যাবর্তন ঘটায় ভারত। সোমবার ১৫৭ রানে জো রুট বাহিনীকে পর্যুদস্ত করে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেলেন কোহলিরা। শেষ দিন বল হাতে জ্বলে উঠলেন যশপ্রীত বুমরা। দুই উইকেট নিয়ে ভারতের জয়ের রাস্তা মসৃণ করে দিলেন। ভয়ঙ্কর ইয়র্কারে জনি বেয়ারস্টোর স্টাম্প ছিটকে দিয়েছেন। যে ডেলিভারিকে টেস্ট ম্যাচের সেরা বল বলা হচ্ছে। সবচেয়ে কম টেস্টে ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন বুমরা। টপকালেন কপিল দেবকে। ম্যাচের শেষে আমদাবাদের ফাস্টবোলার জানিয়ে দিলেন, কোন মন্ত্রে ১২৭/৭ হয়ে যাওয়ার পরেও রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলেন তাঁরা।


এবিপি লাইভের প্রশ্নে ইংল্যান্ড থেকে জুম কলে বুমরা বললেন, 'আমরা কখনও নিজেদের ওপর থেকে বিশ্বাস হারাইনি। প্রথম দিন ১২৭/৭ হয়ে যাওয়ার পরেও সকলে ঠিক করে নিয়েছিলাম, লড়াই করব শেষ মুহূর্ত পর্যন্ত। আসলে এই দলের সকলে লড়াইটা উপভোগ করে। সেই কারণেই জানতাম, একটা দিন খারাপ গেলেও ওদের হাতে ম্যাচ এত সহজে চলে যেতে দেব না। হাড্ডাহাড্ডি লড়াই করব। সেটাই এই দলের সকলের মানসিকতা। লড়াই করতে সকলেই ভালবাসে। সেই মন্ত্রেই ঘুরে দাঁড়াই। নিজেদের দক্ষতায় আমাদের সকলের অগাধ আস্থা রয়েছে। জানি আমরা কী করতে পারি।'


দুই ইনিংসে দুটি করে ম্য়াচে মোট ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে ২২ ওভার বল করে খরচ করেছেন মাত্র ২৭ রান। যে পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়ে যাচ্ছেন ক্যাপ্টেন কোহলিও। ভারত অধিনায়ক ম্যাচের শেষে জানিয়েছেন, রিভার্স স্যুইং শুরু হতেই বল চেয়ে নিয়েছিলেন বুমরা। 'রিভার্স শুরু হতেই ও বলেছিল, আমাকে বল দাও,' বলেছেন কোহলি।


অধিনায়ক আস্থা রেখেছেন তাঁর সেরা পেসারের দক্ষতায়। হতাশ করেননি বুমরা। ওভাল ছেড়েছেন ঠোঁটের কোণায় তৃপ্তির হাসি ঝুলিয়ে।