দুবাই: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হেরেছে ভারত (IND vs ENG)। হায়দরাবাদে রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে ২৮ রানে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছেন বেন স্টোকসরা (Ben Stokes)। তবে আইসিসি (ICC) ব়্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষেই থেকে গেলেন ভারতের আর অশ্বিন (R Aswhin)। পাশাপাশি লম্বা লাফ যশপ্রীত বুমরার (Jasprit Bumrah)। আইসিসি বোলারদের ব়্যাঙ্কিংয়ের চার নম্বরে উঠে এলেন বুম বুম বুমরা।


ভারত হায়দরাবাদে টেস্টে হারলেও ৬ উইকেট নিয়েছিলেন অশ্বিন। তাঁর সংগৃহীত রেটিং পয়েন্ট ৮৫৩। সেই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৬টি উইকেট নিয়েছেন বুমরাও। তিনি আইসিসি ব়্যাঙ্কিংয়ের চারে উঠে এসেছেন। বোলারদের তালিকায় প্রথম দশে তৃতীয় ভারতীয় হিসাবে আছেন রবীন্দ্র জাডেজা। তিনি রয়েছেন ছয় নম্বরে।


টেস্টে সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। ইংল্যান্ডের জো রুট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে উঠে এসেছেন। ইংল্যান্ডের অভিজ্ঞ তারকা ভারতের বিরুদ্ধে হায়দরাবাদ টেস্টে বল হাতে ভাল পারফর্ম করেছিলেন। যার নিটফল, তিনি অলরাউন্ডারদের তালিকায় প্রথম পাঁচের মধ্যে জায়গা করে নিয়েছেন। যদিও জো রুট প্রাথমিক ভাবে তাঁর ব্যাটিং দক্ষতার জন্য পরিচিত। তবে ৩৩ বছর বয়সী তারকা হায়দরাবাদ টেস্টে পাঁচ উইকেট নিয়ে স্পিনার হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন। এমনকী টেস্টের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে বোলিং ওপেন করেন তিনি। আর এই কারণেই জো রুট টেস্ট অলরাউন্ডারদের তালিকায় কেরিয়ারের সর্বোচ্চ রেটিংয়ে উঠে এসেছেন।


অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন জাডেজা। আর অশ্বিন রয়েছেন দুই নম্বরে। তিনে রয়েছেন বাংলাদেশের শাকিব আল হাসান। চারে জো রুট উঠে আসায় পাঁচে নেমে গিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ভারতের অক্ষর পটেল নেমে গিয়েছেন ছয়ে।


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চোখ ধাঁধানো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন শামার জোসেফ (Shamar Joseph)। তিনি বোলারদের ব়্যাঙ্কিংয়ে এক লাফে ৪২ ধাপ উঠে ৫০ নম্বরে রয়েছেন।


টেস্টে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে প্রথম দশে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রয়েছেন বিরাট কোহলি। তিনি ষষ্ঠ স্থানে উঠে এসেছেন। এদিকে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অলি পোপ, যিনি দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ১৯৬ রান করে ভারতকে চাপে ফেলে দিয়েছিলেন, তিনি ২০তম স্থান থেকে এক লাফে ১৫ নম্বরে উঠে এসেছেন। পোপের ইংল্যান্ডের সতীর্থ বেন ডাকেটও তাঁর র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। ভারতের বিরুদ্ধে ৩৫ এবং ৪৭ রান করার পর পাঁচ ধাপ এগিয়ে ২২তম স্থানে জায়গা পেয়েছেন।


আরও পড়ুন: আইসিসি নিয়ে জল্পনার মাঝেই ফের এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচিত জয় শাহ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে