নটিংহ্যাম: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টি-টোয়েন্টি জিতে সিরিজ আগেই পকেটে পুরেছিল ভারতীয় দল। এই অবস্থায় রবিবার (১০ জুলাই) তৃতীয় টি-টোয়েন্টিতে ফের একবার মুখোমুখি হয়েছিল ভারত-ইংল্যান্ড (IND vs ENG)। টিম ইন্ডিয়ার সামনে ইংলিশদের হোয়াইটওয়াশ করার হাতছানি থাকলেও তা সম্ভব হয়নি।


টসে জিতে ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ডেভিড মালানের ৭৭ ও লিয়াম লিভিংস্টোনের অপরাজিত ৪২ রানে ভর করে ইংরেজরা সাত উইকেটের বিনিময়ে ২১৫ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিরাট কোহলি ও ঋষভ পন্থের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। ১৩-২ স্কোরে ক্রিজে ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। নটিংহ্যামে এই ম্যাচেই এক অবিস্মরণীয় ইনিংস খেললেন সূর্য।


সূর্যকুমার-শ্রেয়সের শতরানের পার্টনারশিপ


পঞ্চম ওভারে ১১ রানে রোহিত শর্মার (Rohit Sharma) উইকেট হারিয়ে ৩১-৩ স্কোরে যখন ধুঁকছে ভারত, তখনই শ্রেয়স আইয়ারকে সঙ্গে নিয়ে প্রতিআক্রমণ শুরু করেন সূর্যকুমার। পরবর্তী ১০ ওভারে এই জুটি চতুর্থ উইকেটের জন্য ১১৯ রান যোগ করেন। মূলত সূর্যকুমারই তাঁর ব্যাটিংয়ের মাধ্যমে ভারতকে এই ম্যাচে টিকিয়ে রেখেছিলেন। শ্রেয়স আউট হওয়ার পরেও তাঁর ব্যাট থামেনি।


দেখতে দেখতেই নিজের কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতরানটি করে ফেলেন মুম্বইজাত ব্যাটার। ৫৫ বলে সূর্যকুমারের ১১৭ রানের ইনিংস সাজানো ছিল ১৪টি চার ও ছয়টি ছক্কায়। ট্রেন্ট ব্রিজে ‘রেঞ্জ হিটিং’র এক দুর্দান্ত নমুনা পেশ করেন সূর্য। এই ইনিংসকে বিশেষজ্ঞ থেকে সমর্থক, সকলেই প্রশংসায় ভরিয়ে দেন।


ঘটনাক্রমে, এরপরেই ভাইরাল হয় রোহিত শর্মার এক দশক পুরনো একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। সেই পোস্টে বর্তমান ভারতীয় অধিনায়ক সূর্যকুমারের প্রশংসা করে ভবিষ্যদ্বাণী করেছিলেন, ‘চেন্নাইতে সবেমাত্র বিসিসিআইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হল। বেশ কয়েকজন নতুন প্রতিভা উঠে আসছে। এদের মধ্যে মুম্বইয়ের সূর্যকুমার যাদবের ভবিষ্যৎ বেশ উজ্জ্বল।'






ভারতকে ম্যাচ জেতাতে পারেননি সূর্য


২০১১ সালের ডিসেম্বরে রোহিতের ওই টুইটের পর কেটে গিয়েছে এক দশক। রোহিত যে প্রতিভাকে বুঝতে ভুল করেননি, ট্রেন্ট ব্রিজে সূর্যকুমার যাদব, তা দেখিয়ে দিলেন। আফসোসের বিষয় হল অপরপ্রান্ত থেকে যদি কেউ সূর্যকে এইদিন সঙ্গ দিতে পারতেন, তাহলে ভারত ম্যাচটাও হয়তো জিতে যেত। কিন্তু তা হয়নি। ১৯৮ রানেই থেমে যায় ভারতের দৌড়। ১৭ রানে ম্যাচ জিতে সিরিজ ২-১ করতে সক্ষম হয় জস বাটলারের ইংল্যান্ড।


আরও পড়ুন: কাজে এল না সূর্যকুমারের লড়াকু শতরান, তৃতীয় টি২০-তে হার ভারতের