নয়াদিল্লি : ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ভারতের একাধিক তরুণ প্রতিভা উঠে আসার পাশাপাশি সামনে এসেছে দলের বেশ কয়েকটি ইতিবাচক দিক। বিরাট কোহলি ও মহম্মদ শামির মতো সিনিয়র ও তারকা ক্রিকেটাররা না থাকা সত্ত্বেও ইংরেজদের বিরুদ্ধে অনায়াসে জয় ছিনিয়ে নিয়েছে রোহিত শর্মা ব্রিগেড। সরফরাজ খান ও ধ্রুব জুরেলদের মতো ক্রিকেটারের অভিষেকে শক্তিশালী হয়েছে দল। ভারতের ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের পেছনে উল্লেখযোগ্য অবদান রয়েছে তাঁদের। এর পাশাপাশি নজর কেড়েছে কুলদীপ যাদবের ব্যাটিং। বাঁ হাতি এই স্পিনার ১৯টি উইকেট নিয়ে সিরিজের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় জায়গা করে নিয়েছেন। কিন্তু, তার থেকেও প্রয়োজনের সময় ঝলসে উঠেছে তাঁর ব্যাট। সদ্য সমাপ্ত ৫ ম্যাচের টেস্ট সিরিজে তিনটি ২৫+ স্কোর রয়েছে কুলদীপের। যা সংখ্যার বিচারে হয়তো বিশাল কিছু নয়। কিন্তু, এই ইনিংসগুলির আলাদা গুরুত্ব রয়েছে। 


যা নিয়ে এবার প্রশংসা শোনা গেল অধিনায়ক রোহিত শর্মার গলায়। Jio Cinema-কে দেওয়া সাক্ষাৎকার তিনি বললেন, "আমরা জানি যে কুলদীপ যখন বল করেন, তখন ওঁর মধ্যে একটা ব্যাপার থাকে। আহত হওয়ার পর গত কয়েক বছরে, অনেকটা এগিয়ে এসেছেন। যেভাবে সাদা বলের ক্রিকেটে উনি প্রত্যাবর্তন করেছেন এবং এখন আপনারা দেখেছেন লাল বলের ক্রিকেটেও কুলদীপ কী করতে পারেন। বুঝতে পেরেছেন, ওঁকে কী করতে হবে।"


রোহিতের সংযোজন, "কুলদীপ ফিরে গিয়েছিলেন, তারপর কোচের কাছে তৈরি হন। এখানেও পরিশ্রম করেছেন। আমি ওঁকে সবসময় একটা স্টাম্প রেখে বল করতে দেখেছি। তার জেরে নিখুঁত হয়েছে বোলিং। তারপর আমি ওঁর ব্যাটিং নিয়েও পড়ি। আমিই সেই যে ওঁকে ভাল ব্যাট করার জন্য সমানে চাপ দিয়ে যাচ্ছে। মাঠে যাও, গিয়ে যা পারবে করো...এমন পরামর্শ দিয়েছি। কারণ, ৮ ও ৯-এ ব্যাট করার সময়ও অনেকটা রান যোগ করা যায়। শেষে যখন ওই সংখ্যক রান যোগ করা যায়, তার উপকারিতা অনেক। এবং কুলদীপ ব্যাট করার ক্ষমতা জোগাড় করেছে এবং কিছু ভাল শটও খেলেছেন।"


কুলদীপ যাদব ও শুভমন গিল রাজকোটে যেভাবে ব্যাট করেছেন, তা নিয়ে খুশি রোহিত। তিনি বলেন, "ওঁর ব্যাটিং নিয়ে আমি খুব খুশি। ব্যাট হাতে উনিও ভাল ভূমিকা গ্রহণ করেছেন। রাজকোটে আমরা ওই রকম একটা পার্টনারশিপই চাইছিলাম। চতুর্থ দিন সকালে, গিল আর কুলদীপ ব্যাট করছিলেন। যদিও রানআউট হয়ে অসন্তুষ্ট ছিলেন গিল। কিন্তু, এই বিষয়টা দলকে খুশি করেছে যে, একে অপরের সাফল্য আমরা উপভোগ করেছি। কুলদীপ যেভাবে ব্যাট করেছেন তাতে গিল খুশি।  ওই রানটার জন্য কুলদীপের সমালোচনা করার পরিবর্তে বেশি খুশি ছিলেন গিল।"