হেডিংলে: চলতি ইংল্যান্ড সিরিজে তাঁর ব্যাটে রানের খরা। তিনটি টেস্টে ৫টি ইনিংস পেয়েছিলেন। তাতে ঋষভ পন্থের রান ২৫, ৩৭, ২২, ২ ও ১। সব মিলিয়ে ৮৭ রান। গড় ১৭.৪।


লিডসে ইংল্যান্ডের কাছে ইনিংস ও ৭৬ রানে হারের পর ভারত অধিনায়ক বিরাট কোহলি অবশ্য তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যানের পাশেই দাঁড়াচ্ছেন। বলছেন, 'টপ অর্ডার ব্যাটসম্যানদের উচিত লোয়ার মিডল অর্ডারের হাতে যথেষ্ট রানের পুঁজি সাজিয়ে দেওয়া। প্রত্যেকবার লোয়ার অর্ডার ব্যাটিং দলকে রক্ষা করবে তা তো হয় না।'


বিদেশের মাটিতে ব্যাটিং ফর্মের জন্যই ভারতের টেস্ট দলের প্রথম একাদশে ঋদ্ধিমান সাহাকে পিছনে ফেলে জায়গা করে নিয়েছেন পন্থ। তবে তাঁর আউট হওয়ার ধরন নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। যদিও অধিনায়ক কোহলি বুঝিয়ে দিয়েছেন, পন্থে আস্থা হারাচ্ছেন না তিনি।


ভারতের হারের পরই ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সুনীল গাওস্করের মতো কিংবদন্তির মতে, ব্যাটসম্যানের সংখ্যা বাড়ানো উচিত ভারতের। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে গাওস্কর বলেছেন, 'বিদেশে ভাল ফল করতে হলে ব্যাটিং ভাল হতেই হবে। কম ব্যাটসম্যান নিয়ে জেতা যায় না।'


একই মত প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার মার্ক ওয়-র। মার্ক ট্যুইট করেছেন, 'দারুণভাবে ম্যাচ জিতেছে ইংল্যান্ড। বিশ্বমানের বোলিং পারফরম্যান্স। ভারতের দল নির্বাচন বেশ আজব মনে হয়েছে। মাত্র ৭ জন ব্যাটসম্যান নিয়ে টেস্ট জেতা কঠিন।'


শুক্রবার অবিচ্ছেদ্য তৃতীয় উইকেটে ৯৯ রান যোগ করেছিলেন কোহলি ও পূজারা। শনিবার স্কোরবোর্ডে কোনও রান যোগ করার আগেই ফিরে যান পূজারা। ৯১ রানে। বিরাট কোহলি হাফসেঞ্চুরি করলেও (৫৫ রান) ভারতীয় ইনিংসকে টানতে পারেননি। দুজনকেই তুলে নেন অলি রবিনসন। দ্বিতীয় ইনিংসে ৬৫ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। ম্যাচে মোট ৭ উইকেট নিয়েছেন। রবিনসনকেই ম্যাচের সেরা ঘোষমা করা হয়েছে।



হারের পর কোহলি বলেছেন, 'প্রথম ইনিংসে ৮০ রানে অল আউট হয়ে যাওয়া আর প্রতিপক্ষের বড় রান করে দেওয়ার পর ঘুরে দাঁড়ানো কঠিন। তবে আমরা দ্বিতীয় ইনিংসে লড়াই করেছি।' তবে প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয়কে বড় করে দেখতে নারাজ কোহলি। বলেছেন, 'এই দেশে এরকম হয়। খুব আজব ব্যাপার। ব্যাটিংয়ে ধস নামে।'