অ্যাডিলেড: ঠিক একদিন পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড (Ind vs Eng)। সেই ম্যাচের আগে আচমকাই উদ্বেগ ভারতীয় শিবিরে।
অ্যাডিলেডে বুধবার সকালে প্র্যাক্টিসের সময় চোট পেলেন বিরাট কোহলি (Virat Kohli)। যিনি চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ছন্দে আছেন। যে খবর জানাজানি হতেই আশঙ্কার মেঘ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
ঠিক কী হয়েছে কোহলির?
বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ। বুধবার অ্যাডিলেডে তারই প্রস্তুতি সারছিলেন কোহলি। বল করছিলেন হর্ষল পটেল। কোহলি বেশ মারমুখী মেজাজেই ব্যাট করছিলেন। হর্ষলের একটি বল আচমকাই সামান্য নীচু হয়ে কোহলির তলপেটে আঘাত করে। যন্ত্রণায় সঙ্গে সঙ্গে বসে পড়েন তিনি। দৌড়ে আসেন হর্ষল। চোট গুরুতর কি না, খোঁজ নেন।
সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অনেকে। তবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আশ্বস্ত করে কোহলি কিছুক্ষণ পরেই উঠে দাঁড়ান। তারপর আরও একটি বলে ব্যাটও করেন। তারপর নেটের পালা শেষ করে তিনি দুটি ব্যাট হাতে নিয়ে হাঁটা দেন।
ভারতীয় শিবিরের খবর, কোহলির চোট গুরুতর নয়। তাঁর সেমিফাইনালে খেলা নিয়েও কোনও আশঙ্কা নেই।
রোহিতকে নিয়ে স্বস্তি
টিম ইন্ডিয়ার চিন্তা বাড়িয়েছিল অধিনায়ক রোহিত শর্মার চোট। মঙ্গলবার (৮ নভেম্বর) ভারতের অনুশীলনে চোট পান রোহিত (Rohit Sharma)। এই চোটের জেরে সেমিফাইনালে রোহিতের অংশগ্রহণ করা নিয়েও বিরাট প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। তবে ভারতীয় ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে যে রোহিতের চোট গুরুতর নয়।
মঙ্গলবার ভারতীয় অনুশীলনে রোহিতকে আর পাঁচটা দিনের মতোই থ্রো ডাউন করছিলেন এস রঘু। সেই সময় এক শর্ট বল রোহিতের ডান হাতে লাগে। তীব্র যন্ত্রণায় দেখায় রোহিতকে। সঙ্গে সঙ্গেই অনুশীলন থামিয়ে নেট থেকে বেরিয়ে যান রোহিত। আহত জায়গায় বরফ লাগাতে দেখা যায় রোহিতকে। প্রায় আধ ঘণ্টা ধরে তিনি নিজের আহত জায়গায় বরফ লাগান। তারপরেই ফের নেটে ব্যাটিং করতে দেখা যায় ভারতীয় অধিনায়ককে। চোট লাগায় শুরুতে ভারতীয় দলের আশঙ্কা বাড়লেও, রোহিত আবারও ব্যাট করতে নামায় স্বস্তি ফিরল ভারতীয় শিবিরে।